ভারতের প্রাক্তন উইকেটরক্ষক দীনেশ কার্তিক মনে করেন যে আসন্ন ভারত বনাম বাংলাদেশ সিরিজে চাপে থাকবেন না রোহিত শর্মারা। তাঁর মতে শাকিব, শান্তরা টিম ইন্ডিয়ার উপর খুব একটা চাপ তৈরি করতে পারবেন না। তিনি মনে করেন যে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ দল ভারতের উপর তেমন গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারবে না। আগামী কয়েক মাসে ভারতীয় দলের ১০টি টেস্ট খেলার কথা রয়েছে, যা ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে টিম ইন্ডিয়া এই যাত্রা। ২০১৯ সালের পর এই প্রথমবার বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। সম্প্রতি পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ২-০ হারিয়ে এসেছে বাংলাদেশ। ফলে লিটন দাসদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। ভারতীয় দল প্রায় ছয় মাস পর একটি টেস্ট ম্যাচ খেলবে, সেক্ষেত্রে ভারতকে বাংলাদেশকে এড়িয়ে চলতে হবে। তবে, নজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের পক্ষে ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতা সহজ হবে না।
আরও পড়ুন… Border Gavaskar Trophy: ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছেন তিনি- কাকে নিয়ে এমন বললেন রিকি পন্টিং?
দীনেশ কার্তিক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে। ঘরের মাঠে ভারতকে হারানো বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ হবে। যদিও বাংলাদেশ পাকিস্তানে ভালো করেছে, আমি মনে করি না তারা ভারতকে খুব বেশি সমস্যায় ফেলতে পারবে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি যে ভারত কিছুটা পেস-ভিত্তিক পিচে খেলবে, এটা জেনে যে এটি বাংলাদেশকে হারানোর একটি ভালো উপায়। এছাড়াও, তারা এখান থেকেই অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রস্তুতি নেবে। আমি মনে করি তারা শুধুমাত্র দুই স্পিনার-রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে খেলাবে এবং এর সাথে তিনজন ফাস্ট বোলারকে খেলাবে।’
আরও পড়ুন… AFG vs SA ODI: ফিরলেন রশিদ খান, নতুন মুখ আব্দুল মালিক! সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা
ভারত ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এই সিরিজে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত প্রায় ২১ মাস পর টেস্ট দলে ফিরছেন। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের অংশ তারকা খেলোয়াড় বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ। এছাড়া দলে জায়গা পেয়েছেন আকাশ দীপ, প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন তরুণ ফাস্ট বোলার যশ দয়াল। জানুয়ারির পর প্রথমবার টেস্ট খেলবেন বিরাট কোহলি।
আরও পড়ুন… গৌতম গম্ভীরের পরিবর্তে KKR-এর মেন্টর হবেন রিকি পন্টিং? কী ইঙ্গিত দিলেন প্রাক্তন অজি অধিনায়ক?
টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের রেকর্ড বেশ ভালো। ২০০০ সাল থেকে, দুই দল ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত ১১ টি ম্যাচ জিতেছে, যেখানে বাংলাদেশ তার প্রথম জয়ের অপেক্ষায় রয়েছে। ২০০৭ সালে হাবিবুল বাশার এবং ২০১৫ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে মাত্র দুটি ম্যাচ ড্র হয়েছিল।