ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে কয়েক বছর আগে আইপিএলে আফগান পেসার নবীন উল হকের ঝামেলার কথা সকলেরই মনে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টসের সেই ম্যাচে বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন খোদ গৌতম গম্ভীর, সেই সময় তিনি ছিলেন এলএসজির মেন্টর।
এরপর অবশ্য জাতীয় দলের হয়ে খেলার সময় বিষয়টি মিটমাট হয়ে যায় কোহলি এবং নবীন উল হকের মধ্যে। আর আইপিএলে তেমন বিতর্ক দেখা যায়নি। ওডিআই এবং টি২০ বিশ্বকাপের মঞ্চেও ছিল না কোনও শত্রুতা। তবে তাঁরা দুজন একে অপরের বিরুদ্ধে খেললেই ম্যাচের উত্তেজনায় একটা আলাদা মাত্রা যোগ হয়, মনে হয় এই বুঝি শুরু হল রেষারেষি।
আরও পড়ুন-বর্ডার গাভাসকর সিরিজ জিতবে ভারতই! ফল হবে ৩-১… রোহিতদের হয়ে ভবিষ্যদ্বাণী সানির…
এবার দুই ক্রিকেটারের আইপিএলের বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই বিশেষ ভিডিয়ো তৈরি করল ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের দল বার্বাদোজ রয়্যালস, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায়। সেখানে নবীন উল হককে ভিডিয়োতে দেখা গেলেও, উঠে এসেছে বিরাট কোহলির প্রসঙ্গ। মূলত সিপিএলের প্রচারেই এই ভিডিয়ো বানানো হয়েছে।
আরও পড়ুন-ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে ভিন্ন মেরুতে রোহিত-জাহির!জোড়া বাউন্সার নিয়ে দ্রুত সিদ্ধান্ত
বার্বাদোজ রয়্যালসের দেওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মোবাইল স্ক্রোল করছেন আফগান পেসার নবীন উল হক। হঠাৎই সেখানে একটি রিল চলে আসে, যেখানে দেখা যায় জনপ্রীয় ইউটিউবার স্পিড বিরাট কোহলির প্রশংসা করছেন। এরপর ফোন লক করে তিনি নিজের রুম থেকে বেড়িয়ে যেতেই হঠাৎই চোখ আটকে যায় দেওয়ালে লাগানো এক পোস্টার দেখে। সেখানে বিরাট কোহলির প্রিয় ক্রিকেটার (শব্দ) বেন স্টোক্সের নাম লেখা ছিল। এরপর নবীন উল হকের চোখে মুখে একটা অন্যরকম এক্সপ্রেশন দেখা যায়।
তারপর তিনি মাথা নেড়ে হাঁটতে শুরু করেন। এরপর তিনি হোটেলের ঘরে পৌঁছে রিসেপশনে ফোন করে জানতে চান কোন চ্যানেলে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের খেলা দেখা যাবে। সব শেষে তিনি মজা করে বলেন, ‘এবার থামো বন্ধুরা, নতুন কিছু খোঁজ করো ’। অর্থাৎ বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক যে আর অম্ল মধুর নেই, সেটাই তিনি স্পষ্ট আকারে বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই সেই ভিডিয়ো মন জিতেছে নেটিজেনদের।
আরও পড়ুন-BCCI সচিবের ICCতে যাওয়া আটকাতে পারেননি! এবার জয় শাহের ফেলে যাওয়া আসনেই বসছেন মোহসিন নকভি…
গতবছর আইপিএলের পর এদেশে ওডিআই বিশ্বকাপ খেলতে এসেছিল আফগানিস্তান দল। তখনই বিরাট কোহলির সঙ্গে হাসি মুখেই কথা বলতে দেখা যায় পেসার নবীন উল হককে, যা দেখেই বোঝা গেছিল বিতর্ক এখন অতীত। কিন্তু বিরাটের সঙ্গে যে বিতর্ক শব্দটাও বেশ ভালো মানায়, তাই মজা করে এমন ভিডিয়ো তৈরি করল বার্বাদোজ রয়্যালস।