ক্যাচ ধরতে গিয়ে ভয়াবহ সংঘর্ষ হল ক্যামেরন ব্যানক্রফট এবং ড্যানিয়েল স্যামসের। এতটাই জোরে একে অপরের মাথায় ধাক্কা মারেন যে দুই অস্ট্রেলিয়ার তারকাই কার্যত নিঃস্তব্দভাবে কিছুক্ষণ মাঠে পড়েছিলেন। পরবর্তীতে তাঁদের মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। নাক দিয়ে রক্ত ঝরতে থাকে ব্যানক্রফটের। ফিজিয়োর সাহায্যে তিনি হেঁটে মাঠ থেকে বেরিয়ে যান। তবে স্যামসকে মিনি অ্যাম্বুলেন্সে করে মাঠ করে বের করে নিতে যেতে হয়। আপাতত যা খবর, তাতে দু'জনেরই ‘কনকাশন’ হয়েছে। সম্ভবত হাড়ও ভেঙে গিয়েছে। বিস্তারিত পরীক্ষার জন্য তাঁদের দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আর সেই ঘটনা ঘটেছে শুক্রবার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ম্যাচের সময়। অপ্টাস স্টেডিয়ামে পার্থ স্কচার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিডনি থান্ডার। প্রথমে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু লকি ফার্গুসনের ১৬ তম ওভারে সেই ভয়াবহ সংঘর্ষ ঘটে।
প্রবল গতিতে এসে ধাক্কা ২ অজি তারকার
ওই ওভারের দ্বিতীয় বলটা মিড উইকেটের দিকে মারেন পার্থের ব্যাটার কুপার কোনোলি। ক্যাচ ধরার জন্য ৩০ গজের বৃত্ত থেকে পিছন দিকে পূর্ণগতিতে দৌড়াতে থাকেন সিডনির খেলোয়াড় স্যামস। আর অন্যদিকে আউটফিল্ড থেকে প্রবল গতিতে দৌড়ে আসতে থাকেন ব্যানক্রফট।
স্যামস প্রথমে বলটা ধরে ফেলেন। কিন্তু তারপর ব্যানক্রফটের সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। একে অপরের মাথায় ধাক্কা লাগে। আর তারপর দু'জনেই মাঠে পড়ে যান। কোনওরকম নড়াচড়া করতে দেখা যাচ্ছিল না দু'জনকে। তার জেরে প্রবল আতঙ্ক তৈরি হয়। ছুটে আসেন সিডনির খেলোয়াড়রা। দৌড়ে আসেন ফিজিয়ো। তারপর দু'জনকেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
২০ মিনিটের মতো বন্ধ ছিল ম্যাচ
পরবর্তীতে সিডনির তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'দু'জন খেলোয়াড়েরই সংজ্ঞা আছে। তাঁরা কথাও বলছেন। কনকাশনের উপসর্গ দেখা যাচ্ছে। সম্ভবত ফ্র্যাকচার হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' তবে হাসপাতালের তরফে আপাতত দু'জনের শারীরিক অবস্থার বিষয়ে নতুন করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: Rohit Sharma: টিম লিস্টেই থাকল না রোহিতের নাম, এ কেমন অপমান বিশ্বকাপ জয়ী অধিনায়ককে!
তারইমধ্যে ব্যানক্রফট এবং স্যামসের পরিবর্তে দু'জনকে নামিয়েছে সিডনি। মাঠে নামানো হয়েছে ওলি ডেভিস এবং হিউজ ওয়েগবেনকে। প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পরে ফের শুরু হয় ম্যাচ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৭ রান তোলে পার্থ। ৩১ বলে ৬৮ রান করেন ফিন অ্যালেন। ৩১ বলে অপরাজিত ৪৩ রান করেন কুপার।
আরও পড়ুন: BGT 2024-25: বলব না ১৮৫ ভালো স্কোর, তবে লড়াইয়ের সুযোগ রয়েছে, এখনই হাল ছাড়তে নারাজ ঋষভ
শেষ বলে ৪ মেরে সিডনিকে জেতালেন KKR প্রাক্তনী
জবাবে শেষ বলে চার মেরে সিডনিকে চার উইকেটে জিতিয়ে দেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তনী শেরফান রাদারফোর্ড। জয়ের জন্য শেষ বলে তিন রান দরকার ছিল। সেই অবস্থায় চার মারেন তিনি। ১৯ বলে অপরাজিত ৩৯ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। সিডনির হয়ে ৩৩ বলে ৪৯ রান করেন ডেভিড ওয়ার্নার।