মাত্র ৩৯ বলে শতরান হাঁকিয়ে ইতিহাস গড়লেন মিচেল ওয়েন। গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, ক্রিস লিন, ট্র্যাভিস হেডদের মতো তারকাদের ছাপিয়ে বিগ ব্যাশ লিগের (বিবিএল) ইতিহাসে যুগ্মভাবে দ্রুততম শতরানের নজির স্পর্শ করলেন। আর ওয়েনের ঐতিহাসিক শতরান এল বিবিএলের ফাইনালে। সেই অবিশ্বাস্য ইনিংসের (৪২ বলে ১০৮ রান) সুবাদে ৩৫ বল থাকতে সিডনি থান্ডারকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য বিবিএল চ্যাম্পিয়ন হল হোবার্ট হ্যারিকেনস। ২৩ বছরের অস্ট্রেলিয়ান তরুণের ইনিংস সাজানো ছিল ছ'টি চার এবং ১১টি ছক্কায়। স্ট্রাইক রেট ছিল ২৫৭.১৪।
প্রথম ওভারের শেষ ৩ বলে ১৪ রান ওয়েনের!
তাঁর সামনে সোমবার দাঁড়াতেই পারেননি থান্ডারের বোলাররা। প্রথম ওভার থেকেই মারতে শুরু করেন ওয়েন। প্রথম তিনটি বলে ব্যাট থেকে কোনও রান পাননি। তারপর একটি ছক্কা এবং দুটি চার মেরে প্রথম ওভার শেষ করেন ওয়েন। সবমিলিয়ে প্রথম ওভারে ওঠে ২৩ রান। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি হোবার্টকে।
তিন ওভারের শেষে হোবার্টের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৬২ রান। যা ছয় ওভারের শেষে বিনা উইকেটে ৯৮ রানে পৌঁছে যায়। সেইসময় ২৭ বলে ৭৬ রানে খেলছিলেন ওয়েন। যিনি মাত্র ১৬ বলে অর্ধশতরান পূরণ করেন মাত্র ১৬ বলে। যা বিবিএল ফাইনালের ইতিহাসে দ্রুততম। সেই ধারা বজায় রেখে মাত্র ৩৯ বলে শতরান পূরণ করেন ওয়েন। শেষপর্যন্ত ৪২ বলে ১০৮ রান করে আউট হয়ে যান।
এবারের বিবিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকও হলেন ওয়েন
ওয়েন যখন আউট হন, তখন হোবার্টের স্কোর ছিল ১০.২ ওভারে তিন উইকেটে ১৩৯ রান। জয়ের জন্য ৫৮ বলে ৪৪ রান দরকার ছিল। যে রানটা ১৪.১ ওভারের মধ্যেই তুলে ফেলে হোবার্ট। শেষ বলে চার মেরে দলকে প্রথমবারের মতো বিবিএল জেতান বেন ম্যাকডারমট। যিনি ম্যাচের শেষে ওয়েনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। যে ওয়েন এবার বিবিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ১১টি ম্যাচে করেছেন ৪৫২ রান। গড় ৪৫.২। একটি ম্যাচে অপরাজিত থেকেছেন। সর্বোচ্চ ১০৮ রান। দুটি শতরান হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ২০৩.৬।
আরও পড়ুন: প্রত্যাশিত ভাবেই ICC-র বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার হলেন বুমরাহ, হারালেন রুটদের
সিডনি ২৫০ করলেও হয়তো জিতে যেত হোবার্ট!
আর সেই ওয়েনের ঝড়েই মোটামুটি ভালো ব্যাটিং করেও ফাইনালে স্রেফ উড়ে গেল সিডনি। ফাইনালে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৮২ রান তোলেন ডেভিড ওয়ার্নাররা। তিনি ৩২ বলে ৪৮ রান করেন। ৪২ বলে ৬৭ রান করেন জেসন সাংঘা। তাঁদের ওপেনিং জুটিতে ১০.১ ওভারে ৯৭ রান উঠলেও সিডনির মিডল এবং লোয়ার-মিডল অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হন। ফলে একটা সময় সিডনি ২০০ রান অনায়াসে টপকে যাবে মনে হলেও সেটা হয়নি।
যদিও সোমবার যা ব্যাটিং করলেন ওয়েন, তাতে সিডনি ২৫০ রান করলেও হয়তো হোবার্টই জিতে যেত। যিনি আপাতত আইপিএলের কোনও দলে নেই। এবার নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেননি ওয়েন।