বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুথ আহমেদ জানিয়ে দিয়েছেন, বিপিএলে খেলতে আসা ক্রিকেটারদের টাকা পেতে কোনও অসুবিধা হবে না। কিন্তু জানা গেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁদের দলের ক্রিকেটারদের নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দেয়নি। নিয়মমাফিক প্রতিযোগিতা শুরুর আগে ক্রিকেটারদের অর্ধেক বেতন মিটিয়ে দিতে হয়। এরপর প্রতিযোগিতা চলাকালীন ক্রিকেটারদের ২৫ শতাংশ বেতন দিতে হয়। আর লিগ শেষ হয়ে গেলে তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দিতে হয়। এবারে বিপিএল শুরু হয়েছে ৩০ ডিসেম্বর থেকে।
ইমরান তাহিরের অভিযোগ-
প্রসঙ্গত দঃ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ইমরান তাহির কয়েক সপ্তাহ আগেই গ্লোবাল ক্রিকেট লিগের ম্যাচের আগে সরাসরি দাবি করে বসেছিলেন বাংলাদেশ প্রিমিয়র লিগে তিনি আগের বছর খেললেও, তাঁর টাকা এখনও মেটায়নি সেই ফ্র্যাঞ্চাইজি। এরপরই বাংলাদেশ প্রিমিয়র লিগে বেতন না দেওয়ার বিষয়টি প্রকাশ্যে চলে আসে।
বিপিএলের দল ব্যঙ্ক গ্যারান্টি দিচ্ছে না-
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ফারুখ আহমেদ গতবছর অগাস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পদে আসেন। তিনি জানিয়েছেন, বিপিএলের দলগুলোর সঙ্গে তিনি কথা বলছেন, যাতে ক্রিকেটারদের বকেয়া বেতন দলগুলো মিটিয়ে দেয়। এছাড়াও জানা গেছে, ফর্চুন বরিশাল বাদে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো নাকি ব্যঙ্ক গ্যারান্টিও দেয়নি বিসিবিকে।
ক্রিকেটারদের বেতন মেটাচ্ছে না BPL দলগুলো-
সাধারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমস্ত ফ্র্যাঞ্চাইজির থেকে একটি ব্যঙ্ক গ্যারান্টি নিয়ে থাকে। সেক্ষেত্রে কোনও দল যদি নিজের দলের ক্রিকেটারদের টাকা না দেয়, সেক্ষেত্রে বোর্ডের কাছে থাকা ব্যঙ্ক গ্যারান্টির টাকা থেকে সংশ্লিষ্ট ক্রিকেটারদের তা মিটিয়ে দিয়েছে বিসিবি, অতীতে দেখা গেছে। কিন্তু ব্যঙ্ক গ্যারান্টি না থাকায় ক্রিকেটারদের বেতন পাওয়া নিয়ে আবারও প্রশ্ন দেখা দিয়েছে।
আরও পড়ুন-দলে না থাকা থেকে সোজা অধিনায়ক! গিল নিয়ে একী বলে দিলেন বিরাটের প্রাক্তন সতীর্থ
বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছে অনুরোধ বিসিবির-
বাংলাদেশের বোর্ড প্রধান বলছেন, ‘আমি প্রথম দিন থেকেই বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের বলে আসছি, যে তাঁদের টাকা দিতে হবে। আমি সোজা কথায় বলতে পারব না কারা গ্যারান্টি মানি এখনও দেয়নি। সবার দিক থেকেই পরিস্থিতি দেখতে হবে, শেষ চার মাসে যা ঘটেছে। এর অর্থ এটা নয় যে ক্রিকেটাররা তাঁদের বেতন পাবে না। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ফ্র্যাঞ্চাইজির জন্য। সরাসরি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথাও বলেছি, যারা ওরা আমাদের পার্টনার বা সঙ্গী হিসেবে দেখে। তাঁরাও তো বাংলাদেশ ক্রিকেটের জন্য অর্থ বিনিয়োগ করছে ’।
আরও পড়ুন-পন্তের বেপরোয়া মনোভাবে বিরক্ত? গম্ভীরের কড়া বার্তা, ‘দলের প্রয়োজন বুঝে খেলতে হবে...’