অক্টোবর মাসেই শুরু হয়ে যাচ্ছে আইসিসি টি২০ মহিলা বিশ্বকাপ। তাঁর আগেই ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিআই। নির্ধারিত সময়ের মধ্যেই দল ঘোষণার কথা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২০ সালে এই প্রতিযোগিতায় ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল, সেবার তাঁরা ফাইনালে হেরে গিয়ে একটুর জন্য ট্রফি হাতছাড়া করে। গতবার ভালো খেললেও ফাইনালে পৌঁছাতে পারেননি হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা। এবারে দুবাইতে আসর বসছে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের। মহিলাদের এই বিশ্বচ্যাম্পিয়নশিপকে লক্ষ্য রেখে বেশ ভালোই দল গঠন করল বিসিসিআই। মঙ্গলবারই তা ঘোষণা করে দেওয়া হল, দলে তেমন বড় চমক কিছু নাই।
মহিলাদের টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল-
অধিনায়ক হরমনপ্রীত কৌর
সহ অধিনায়ক স্মৃতি মান্ধনা
শেফালি বর্মা
দীপ্তি শর্মা
রিচা ঘোষ
জেমিমা রদ্রিগেজ
যশতিকা ভাটিয়া
পুজা বস্ত্রেকর
অরুন্ধতি রেড্ডি
দায়ালান হেমলাথা
আশা শোভানা
রাধা যাদব
শ্রেয়াঙ্কা পাটিল
সঞ্জনা সঞ্জীবন
আরও পড়ুন-‘কেউ দেখতে পাচ্ছে না,তবে পরিবর্তন হচ্ছে…’বললেন পিসিবি চেয়ারম্যান,পাল্টা খোঁচা আফ্রিদির!
এছাড়াও রিজার্ভে রাখা হয়েছে তিন ক্রিকেটারকে। তাঁরা হলেন তনুজ কানোয়ার, উমা ছেত্রী এবং সাইমা ঠাকোর। উল্লেখ্য ক্রিকেটারদের স্কোয়াড ঘোষণার সঙ্গে সঙ্গেই বিসিসিআই জানিয়ে দিয়েছে একজনকে ফিটনেস পরীক্ষায় পাস করেই বিশ্বকাপের দলে ঢুকতে হবে। অর্থাৎ (সাবজেক্ট টু ফিটনেস ক্লিয়ারেন্স)। বাংলা থেকে দীপ্তি শর্মা, রিচা ঘোষ সুযোগ পেলেও দলে জায়গা হল না তিতাশ সাধুর।
৪ অক্টোবর আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই তাঁদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড দল। ৬ই অক্টোবর মহিলা টি২০ বিশ্বকাপে রয়েছে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটেয়। ৯ই অক্টোবর গ্রুপ স্টেজের তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেট দল। এশিয়া কাপের ফাইনালে এই শ্রীলঙ্কার কাছে হেরেই ট্রফি হাতছাড়া হয়েছিল রিচা, শেফালিদের। ফলে বদলা নেওয়ার সুযোগ থাকছে ভারতীয় মহিলা ব্রিগেডের কাছে। ১৩ অক্টোবর সব থেকে কঠিন ম্যাচে নামবে হরমনপ্রীত কৌরের দল। সেদিন ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া মহিলা দল।
পাঁচটি দলের মধ্যে থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে, ফলে পরিস্থিতি যা তাতে অস্ট্রেলিয়া বাদে বাকি সব ম্যাচেই জিততে হবে টিম ইন্ডিয়াকে। নাহলেই পরিস্থিতি জটিল হতে পারে। ২৯ সেপ্টেম্বর প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ভারতীয় দল নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১ অক্টোবর দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে ভারত খেলবে দঃ আফ্রিকার সঙ্গে।