শুভব্রত মুখার্জি: মঙ্গলবার অর্থাৎ ১৩ অগস্ট ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে ২০২৪-২৫ মরশুমে, ভারতীয় সিনিয়র পুরুষ দলের আসন্ন মরশুমের সূচি ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা করা সূচিতে কিছুটা রদবদল করা হয়েছে। রদবদল করা হয়েছে বিভিন্ন কারণে। ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল ৬ অক্টোবর ধরমশালাতে। দিন এক থাকলেও ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।ধরমশালাতে মাঠের পরিকাঠামো উন্নয়ন এবং সংস্কারের কাজ চালাচ্ছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর সেই কারণেই এই ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে গোয়ালিয়রে। এখানেই শেষ নয়, বদলে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজেরও ম্যাচের ভেন্যু। দুই ম্যাচের ভেন্যু পূর্ব ঘোষণা করা সূচি অনুযায়ী অদলবদল করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার আগে বুচি বাবু ট্রফির জন্য ঝাড়খণ্ডের অধিনায়ক হলেন ইশান
গোয়ালিয়রে সদ্য একটি নয়া ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে। ভারত বনাম বাংলাদেশের ম্যাচ দিয়ে ওই স্টেডিয়ামের উদ্বোধন হবে। তৈরি হয়েছে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। ২০১০ সালে শেষ ম্যাচ হয়েছিল গোয়ালিয়রে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছিল। ওই ম্যাচেই ডেল স্টেইনদের বিপক্ষে সচিন তেন্ডুলকর প্রথম ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে দ্বিশতরান করে নজির গড়েছিলেন।
আরও পড়ুন: বারবার শেষ ধাপে গিয়ে ব্যর্থতা, T20 World Cup-এর আগে হরমনদের জন্য মনোবিজ্ঞানীর ব্যবস্থা করল বোর্ড
পাশাপাশি বোর্ডের তরফে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দু'টি ম্যাচের ভেন্যুর অদলবদল করা হয়েছে। ভারত বনাম ইংল্যান্ডের প্রথম এবং দ্বিতীয় ম্যাচের ভেন্যুর অদলবদল করা হয়েছে। পূর্বের সূচি অনুযায়ী, চেন্নাইতে প্রথম টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ২২ জানুয়ারি। সেই ম্যাচের দিন বদলায়নি। তবে ভেন্যু বদলে গেল। এই ম্যাচ এবার খেলা হবে কলকাতাতে। দ্বিতীয় ম্যাচটি ২০২৫ সালের ২৫ জানুয়ারি কলকাতাতে হওয়ার কথা ছিল, তা এবার হবে চেন্নাইতে। কলকাতা পুলিশের তরফে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ সিএবিকে জানানো হয়েছিল প্রজাতন্ত্র দিবসের আগের দিন এই ম্যাচ আয়োজনে তাদের তরফে সমস্যা রয়েছে। আর সেই কারণেই ভেন্যুর অদল বদল ঘটানো হল। বাংলাদেশের বিরুদ্ধে ভারত তিনটি টি-২০ ম্যাচ খেলবে ৬, ৯ এবং ১২ অক্টোবর। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল টি-২০ ম্যাচ খেলবে ২০২৫ সালের ২২, ২৫, ২৮, ৩১ জানুয়ারি এবং ২রা ফেব্রুয়ারি।