রাহুল দ্রাবিড়ের পরে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে চেন্নাই সুপার কিংসের স্টিফেন ফ্লেমিংকে চাইছে বিসিসিআই, এমন খবর শোনা গিয়েছিল। এবার ভারতীয় ক্রিকেটমহলে গুঞ্জন, দ্রাবিড়ের জায়গায় জাতীয় দলের হেড কোচ হতে পারেন কেকেআরের গৌতম গম্ভীর। নাইট মেন্টর রোহিত-কোহলিদের হেড স্যার হতে আগ্রহী কিনা, তা জানতে গম্ভীরের সঙ্গে বিসিসিআই যোগাযোগ করেছিল বলে খবর ইএসপিএন-ক্রিকইনফোর।
টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতামান রয়েছে গম্ভীরের। বরং আন্তর্জাতিক ক্রিকেট খেলার যতটুকু অভিজ্ঞতা দরকার, তার থেকে অনেক বেশি অভিজ্ঞ গম্ভীর। তাছাড়া আইপিএলে মেন্টর হিসেবে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কাজ করার অভজ্ঞতা রয়েছে তাঁর।
লখনউ ছেড়ে কেকেআর মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ভারতীয় ক্রিকটমহল গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসেবে দক্ষতায় যথার্থ নমুনা দেখতে পেয়েছে। গম্ভীরের তত্ত্বাবধানে কেকেআর চলতি আইপিএলে যে রকম পারফর্ম্যান্স উপহার দিচ্ছে, তা চমকপ্রদ সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই বিসিসিআই কর্তাদেরও মন জিতেছেন গম্ভীর।
বোর্ড কর্তারা প্রাথমিকভাবে গম্ভীরের সঙ্গে কথাবার্তা বলেছেন বলে খবর। আইপিএল মিটলে দু'পক্ষের মধ্যে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও শোনা যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের হেড কোচ হতে হলে গম্ভীরকে আবেদন করতে হবে ২৭ মে-র মধ্যে। অর্থাৎ, আইপিএল ২০২৪-এর ফাইনালের ঠিক পরের দিনই বন্ধ হয়ে যাবে আবেদন করার উইন্ডো।
উল্লেখ্য, গৌতম গম্ভীর ২০২২ ও ২০২৩ সালে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। দু'বারই লখনউকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এবার গম্ভীর কেকেআরের মেন্টর। কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই আইপিএল ২০২৪-এর লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে। অর্থাৎ, কেকেআর এক নম্বরে থেকে প্লে-অফের যোগ্যতা অর্জন করা নিশ্চিত করে ফেলেছে।
গৌতম গম্ভীরের আন্তর্জাতিক কেরিয়ার:-
গম্ভীর ভারতের হয়ে ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ান ডে ও ৩৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৯টি সেঞ্চুরি ও ২২টি অর্ধশতরান-সহ ৪১৫৪ রান সংগ্রহ করেছেন তিনি। ওয়ান ডে ক্রিকেটে গম্ভীরের ঝুলিতে রয়েছে ৫২৩৮ রান। তিনি ১১টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৭টি অর্ধশতরান-সহ ৯৩২ রান সংগ্রহ করেছেন গৌতম। উল্লেখ্য, গৌতম গম্ভীর ভারতের ২০০৭ টি-২০ বিশ্বকাপ ও ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জয়ে ব্যাট হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।