পুরুষদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা শুরুই করেনি বিসিসিআই, প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেলেও অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। নতুন বার্ষিক রিটেইনারশিপ চক্র প্রায় অর্ধেক পার হয়ে গেলেও, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এখনও পর্যন্ত ২০২৪-২৫ মরশুমের পুরুষদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে কোনও আলোচনাই শুরু করেনি।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া কী বলেছেন?
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বৃহস্পতিবার Sportstar-কে বলেছেন, ‘আমরা মহিলাদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে কিছু আলোচনা করেছি, তবে পুরুষদের কেন্দ্রীয় চুক্তি এখনই আমাদের আলোচনার এজেন্ডায় নেই।’ এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, বিসিসিআই কর্মকর্তারা আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচের সময়, শনিবার কলকাতায় প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় চুক্তির বিষয়টি আলোচনা করতে পারেন।
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি: বিলম্বের ধারাবাহিকতা
বিসিসিআই প্রথমবার পুরুষ ক্রিকেটারদের জন্য ২০০৪-০৫ মরশুমে এবং মহিলা ক্রিকেটারদের জন্য ২০১৫-১৬ মরশুমে কেন্দ্রীয় চুক্তি চালু করেছিল। চুক্তির মেয়াদ অক্টোবর থেকে পরের বছরের সেপ্টেম্বর পর্যন্ত রাখা হয়। এটা করার কারণ হল বিসিসিআইয়ের এজিএম (বার্ষিক সাধারণ সভা) চক্রের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি সামঞ্জস্য বজায় রাখা যায়। তবে, কোনও বছরই ডিসেম্বরের আগে চুক্তি ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন … IOC-র প্রথম মহিলা সভাপতি! কির্স্টি কোভেন্ট্রি ইতিহাস গড়তেই ICC প্রধান জয় শাহের শুভেচ্ছা
গত বছর এই চুক্তি কখন ঘোষণা করা হয়েছিল?
গত বছর ২৮ ফেব্রুয়ারি, পুরুষদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়, যা কার্যকর হওয়ার পাঁচ মাস পরে আসে। অন্যদিকে, মহিলাদের কেন্দ্রীয় চুক্তি কখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সাধারণত বিসিসিআই সভাপতি, সচিব এবং প্রধান নির্বাচক একসঙ্গে বসে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেন। গত বছর কেন্দ্রীয় চুক্তির ঘোষণায় শ্রেয়স আইয়ার ও ইশান কিষানকে বাদ দেওয়া হয়, কারণ তারা নিজ নিজ রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
আরও পড়ুন … ভিডিয়ো: ৯টা চার-১০টা ছক্কা, ৩৯ বলে অপরাজিত ১১০ রান! IPL 2025 শুরুর আগেই DC তারকার তাণ্ডব
বিলম্বের কারণ কী?
বিসিসিআইয়ের এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে, ২০১৩ সালের আইপিএল দুর্নীতি কেলেঙ্কারির পর থেকে বোর্ডের আইনি জটিলতা তৈরি হয় এবং সেই থেকে কেন্দ্রীয় চুক্তি প্রকাশে দেরি হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এছাড়া, খেলোয়াড়দের একাংশ দাবি তুলেছে যে, চুক্তির সময়সীমা অক্টোবর-সেপ্টেম্বরের পরিবর্তে এপ্রিল-মার্চ করা হোক।
আরও পড়ুন … বক্সিংকে Los Angeles 2028 অলিম্পিক গেমসের ক্রীড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে
ক্রিকেটাররা কী চান?
এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এপ্রিল ও মে মাসে ভারতীয় দলের কোনও আন্তর্জাতিক সিরিজ থাকে না। তাই আইপিএলের সময়ই গ্রেডেশন চূড়ান্ত করা গেলে নতুন আন্তর্জাতিক চক্র শুরুর আগেই খেলোয়াড়রা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত থাকতে পারবেন।’
এইবার দেরির মূল কারণ
এইবার বিসিসিআই সচিব জয় শাহের আইসিসি চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা থাকায় নভেম্বরে কোনও বৈঠক ডাকা হয়নি। এরপর, অজিত আগরকর অস্ট্রেলিয়া সফরে থাকায় এবং দেবজিৎ সাইকিয়া ১২ জানুয়ারি সচিবের দায়িত্ব নেওয়ায়, কেন্দ্রীয় চুক্তির বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়েছিল। বর্তমানে, বিসিসিআই আইপিএল চলাকালীন এই ইস্যুতে আলোচনা শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়ে আলোচনা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তারিখ নির্ধারণ করা হয়নি।