আগামী মরশুমে আইপিএল-এ হতে চলেছে মেগা অকশন। তার আগে সব ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে কথা বলে নয়া রিটেনশন নিয়ম চালু করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিবর্তন আসতে পারে একাধিক নিয়মে। তবে প্রথমে সেপ্টেম্বরের শেষের দিকে এই নিয়ম ঘোষণার কথা থাকলেও এখন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। জানা যাচ্ছে নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ঘোষণার দিন। দলগুলিকে এই বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে মেগা অকশন। রাইট টু ম্যাচ (আরটিএম) নিয়ম এবারও রাখা হবে অকশনে বলে জানা যাচ্ছে।
অগস্ট মাসে মুম্বইয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠক করেছিল বিসিসিআই। সেখানে প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল অগাস্টের শেষ দিকেই ঘোষণা করা হয়ে যাবে আইপিএল-এর নয়া রিটেনশন সংক্রান্ত নিয়ম। সেটি পরবর্তীতে পিছিয়ে সেপ্টেম্বর করা হয়েছিল। এখন ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বোর্ডের বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানে বোর্ডের পরবর্তী সচিব কে হবেন তা নির্ধারণ করা হবে। বর্তমান সচিব জয় শাহ আইসিসির চেয়ারম্যান হয়েছেন, দায়িত্ব গ্রহণ করবেন ডিসেম্বরে। তাই তার আগে বিসিসিআই-এর নতুন সচিব কে হবেন তা ঠিক করে নিতে চাইছে বোর্ড। সেই কারণেই আইপিএল-এর বিষয়টি আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুমান। যদিও এনিয়ে বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নিজেদের খেলোয়াড় রিটেনশনের পরিকল্পনা গ্রহণের জন্য।
অন্যদিকে বিসিসিআই অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রিকেটারদের আনক্যাপ্ড খেলোয়াড় হিসাবে ভাগ করার একটি চিন্তাভাবনা করছে বলে খবর। এনিয়ে বিতর্কও ছড়িয়েছে। মনে করা হচ্ছে এই নিয়মের ফলে লাভবান হবে চেন্নাই সুপার কিংস। এই নিয়ম যদি কার্যকর হয় বাস্তবে তাহলে ধোনিকে নিজেদের ধরে রাখার ক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়ে যাবে সিএসকে। উল্লেখ্য, আরও একবছর আইপিএল খেলবেন বলে আগেই জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর তিনি খেললে যে চেন্নাইয়ের হয়েই খেলবেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে যাই হোক না কেন সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই আইপিএল-এর মেগা অকশন হবে সেটা একপ্রকার নিশ্চিত।