টি২০ বিশ্বকাপে বারবার প্রশ্নের মুখে পড়েছে নিউ ইয়র্কে ক্রিকেটারদের প্রতি অব্যবস্থার চিত্র। যে দেশে ক্রিকেটের প্রতি তেমন কোনও জনপ্রীয়তা নেই, সেখানে টি২০ বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে সমস্যা তৈরি করেছে আইসিসি। টি২০ বিশ্বকাপের মাঠের যেমন হাল, তেমনই উইকেটের অবস্থা। আউটফিল্ড স্লো, ১৫০ রান তুলতেই পারছে না দলগুলো। পরিকাঠামোর দিক থেকেও মোটেই উন্নত মানের নয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম। একইভাবে তাঁদের পরিষেবাও অত্যন্ত মধ্য মানের, যা নিয়েই আগেই নিজেদের বিরক্তির কথা জানিয়েছিল ভারতীয় দলের কোচ এবং ক্রিকেটাররা। অনুশীলনের জন্য যে মাঠ বরাদ্দ করা হয়েছে, সেটি একটা পাবলিক পার্ক আগেই তা জানিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়, এবার সামনে এল আরও বড় অব্যবস্থার তথ্য।
আরও পড়ুন-চেনা ছন্দে নেই কোহলি,টেক্কা দিতে মুখিয়ে সৌরভ-অ্যারনরা,কেমন হতে পারে প্রথম একাদশ?
ভারতীয় ক্রিকেট দলকে যে হোটেল এবং পার্ক ব্যবহার করতে দেওয়া হয়েছে সেখানে তেমন কোনও ভালো জিম নেই। হোটেলে জিম থাকলেও তা বিরাট কোহলি, রোহিত শর্মাদের অনুশীলনের উপযোগী নয়। অগত্যা, তাই বাইরের জিম ভাড়া করেই অনুশীলন করতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। অর্থাৎ বিসিসিআইয়ে তরফ থেকে হোটেলের কাছাকাছি এক জিমে ক্রিকেটারদের মেম্বারশিপ করানো হয়েছে, আপাতত গ্রুপ স্টেজ চলা পর্যন্ত সেখানেই জিম সেশন সাড়বেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দলের জন্য আয়োজকদের ব্যবস্থাপনায় বেশ ক্ষুব্ধ বিসিসিআই।
আরও পড়ুন-জাম্পার ঘূর্ণিতে দিশেহারা নামিবিয়া, হেড ঝড়ে শেষ আটে অস্ট্রেলিয়া
বোর্ডের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা জানিয়েছেন, ‘হোটেলের জিমের যা পরিষেবা তাতে ভারতীয় দলকে বাইরে একটি জিমে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে। বাইরের জিমটি যথেষ্ট নাম আছে, সেখানেই সকলের মেম্বারশিপ করানো হয়েছে, সকলেই সেই জিম ব্যবহার করে। আমরা বুঝতে পারছি, তড়িঘড়ি এত ব্যবস্থা করতে গিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। প্র্যাকটিস গ্রাউন্ড থেকে হোটেলের জিম, সবেতেই অব্যবস্থা ’।
আরও পড়ুন-স্টার্ক,কামিন্স এখনও পারেননি, নামিবিয়ার বিরুদ্ধে দাপট দেখিয়ে অনন্য সেঞ্চুরি করলেন জাম্পা
নিউ ইয়র্কে ড্রপ ইন পিচে বিরাটদের অনুশীলনের জন্য দেওয়া হলেও তাতে রয়েছে অসমান বাউন্স, যা নিয়ে বিসিসিআই আগেই বিরক্তি প্রকাশ করেছে আইসিসির কাছে। পাকিস্তান ম্যাচের আগে হাতে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও অসমান বাউন্সের জন্য রোহিত চোট পান। এরই মধ্যে জিম পরিষেবাও বিসিসিআইকে আলাদা করে নিতে হওড়ায়, কার্যত আইিসিসির দিকেই আঙুল উঠে গেল। এমন কোনও ভেনুতে কোনওরকম অভিজ্ঞতা ছাড়া বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজন করার দায়িত্ব দেওয়াটা যে কতটা ভুল, সেটাই প্রতি পদে পদে এখন টের পাচ্ছে আইসিসি।