প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ৮৩র বিশ্বকাপজয়ী তারকা সুনীল গাভাসকর ভারতীয় দলের সুপারস্টার সংস্কৃতির বিরুদ্ধে কদিন আগেই মুখ খুলেছেন। এরপরই প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও সানির সুরেই সুর মিলিয়ে প্রশ্ন তোলেন, তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে না খেলা নিয়ে। বলাই বাহুল্য তাঁদের তীর ছিল রোহিত শর্মা, বিরাট কোহলির দিকে।
বর্ডার গাভাসকর ট্রফিতে বিরাটে বিরক্ত সানি-ইরফান
এই দুই তারকা ক্রিকেটারই দীর্ঘদিন যাবত ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলে না। অথচ জাতীয় দলে টেস্ট ফরম্যাটে তাঁরা মোটেই তেমন ছন্দে নেই। গোটা বছরে রানের নিরিখে রোহিত যাও বা ভদ্রস্থ জায়গায় রয়েছেন, কিন্তু বিরাটের পারফরমেন্স তো আরও খারাপ। বিশেষ করে তিনি অস্ট্রেলিয়ায় সিরিজে ২০০ রানও করতে পারেননি। একটা শতরান বাদ দিলে বিরাট কোহলি চূড়ান্ত ফ্লপ এবছরে টেস্টে। বিজিটিতে তাঁর গড় ছিল মাত্র ২৩.৭৫।
আরও পড়ুন-ISL - ১১তারিখ ডার্বি হচ্ছে না কলকাতায়! সরতে পারে ভুবনেশ্বরে! FSDLর দিকেই তাকিয়ে মোহনবাগান
বিরাট বারবার একইভাবে আউট-
গাভাসকর, পাঠানদের বক্তব্যের পর বিসিসিআইয়ের দিকেও আঙুল উঠছে, কারণ তারাই প্রশ্রয় দিচ্ছে এই সুপারস্টার কালচারকে, যা দেশের ক্রিকেটের ক্ষতি করছে। বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বলে বিরাট কোহলি ৬-৭বার আউট হয়েছেন একই ভাবে। এছাড়া স্কট বোল্যান্ড একাই তাঁকে আউট করেছেন ৪বার।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
রোহিতও চূড়ান্ত ব্যর্থ-
অন্যদিকে রোহিত শর্মার কথা যত কম বলা যায় ততই ভালো। তিনি তো পাঁচ ইনিংসে করেছেন মাত্র ৩১ রান। এটা অস্ট্রেলিয়ায় সফররত যে কোনও অধিনায়কের সব থেকে ব্যাটিং গড়। দুই তারকা ক্রিকেটার, যাদের জন্য একাধিক ইন ফর্ম ব্যাটারকেও বাদ পড়তে হয়। তাঁদের এমন পারফরমেন্সের পরই প্রশ্ন উঠে গেছে আদৌ তাঁরা পরের টেস্ট সাইকেলে থাকবেন কিনা। যতই রোহিত শর্মা মুখে বলুন না কেন, তিনি টেস্ট থেকে অবসর নেননি। তবে তাঁর ভবিষ্যৎ যে একা তাঁর হাতে নয়, সেটাও বুঝিয়ে দিয়েছে বিসিসিআইয়ের সিনিয়র কর্তারা।
আরও পড়ুন-পিঠে খিঁচ মনে হচ্ছে না! বুমরাহর চোট নিয়ে ভারতীয় শিবিরের অন্দরের খবরে অবিশ্বাস পন্টিংয়ের
নিজের ভবিষ্যৎ ঠিক করতে পারবেন না রোহিত-বিরাট-
এক সর্বভারতীয় দৈনিকে দাবি করা হয়েছে রোহিত শর্মারা মোটেই আর নিজেদের সিদ্ধান্তে টেস্ট থেকে বিদায় জানাতে পারবেন না। বরং তাঁরা টেস্টে খেলবেন কি খেলবেন না, সেটা সিদ্ধান্ত নেবে অজিত আগরকরের নির্বাচক কমিটি। বিসিসিআইয়ের এক কর্তা জানাচ্ছেন, ‘আমি ম্যাচের শেষে গাভাসকর এবং ইরফানের কথা শুনছিলাম। বিরাট এবং রোহিতকে নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন ও বলছি যে তাঁদের অবসরের কোনও সম্ভাবনা নেই টেস্টে। বিসিসিআইও তাঁদের বলতে পারবে না অবসরের কথা। কিন্তু দেশের স্বার্থ এবং দলের স্বার্থ দেখবে হবে। তাই যখন সময় আসবে নির্বাচকরাই সঠিক সিদ্ধান্ত নেবেন’।
আরও পড়ুন-BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
বোর্ড কর্তারাও বিরক্ত বিরাট-রোহিতের পারফরমেন্সে-
সেই রিপোর্টে দাবি করা হয়েছে বিসিসিআইয়ের নতুন সচিব হতে চলা দেবজিত সাইকিয়া এবং কোষাধ্যক্ষ প্রভতেজ ভাটিয়ারাও নাকি বিরাট কোহলির অফ স্টাম্পের বাইরের বলে আউট হওয়া নিয়ে বিরক্ত। তাঁদের মধ্যে একজন বলে ফেলেছিলেন বিরাট ৬বার আউট হয়েছে অফ স্টাম্পের বাইরের বলে, তখন অপর বিসিসিআই সিনিয়র কর্তা নাকি বলেন, সংখ্যাটা ৬বার নয়, আটবার। অর্থাৎ বোর্ডের অন্দরেও যে বিরাট-রোহিতের ব্যর্থতার কাটাছেঁড়া চলছে, তা স্পষ্ট।