ভারতীয় টেস্ট দলে কোনও জায়গাই নেই শ্রেয়স আইয়ারের, স্পষ্ট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লাল বলের ক্রিকেটে নাইট রাইডার্সের অধিনায়কের পারফরমেন্স তেমন আশানুরুপ নয়। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে টেস্ট ম্যাচে হোক বা ভারতের ঘরোয়া ক্রিকেটে। চলতি দলীপ ট্রফিতে বিক্ষিপ্তভাবে রান পেলেও তাঁর থেকে ধারাবাহিকতা দেখতে পাননি নির্বাচকরা। ফলে তাঁকে কোনওভাবেই টেস্ট দলে এখনই সুযোগ দেওয়ার পক্ষপাতি নন নির্বাচকরা। তিনি ইন্ডিয়া ডি দলের অধিনায়কত্ব করছেন, আর তাঁর দল দলীপে প্রথম দুই ম্যাচেই হেরে পয়েন্ট তালিকায় রয়েছে সবার নিচে। সেই শ্রেয়সকে যে আগামী ১০টা ম্যাচের একটা টেস্টেও জাতীয় দলে দেখা যাবে না, সেই বিষয়টাই কার্যত নিশ্চিত করে দিয়েছেন বিসিসিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা।
আরও পড়ুন-এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত!
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে শতরান করা শ্রেয়স আইয়ার, শেষ আটটি টেস্ট ইনিংসে করেছেন মাত্র ১৪৬ রান। শর্ট বলের ক্ষেত্রে তাঁর দুর্বলতা প্রকাশ্যে এসেছে বারবার। এরপর প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতে না চাওয়ায় বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন তিনি। চলতি দলীপ ট্রফিতে করেছেন চার ইনিংসে মাত্র ১০৪ রান, রয়েছে একটি ডাকও। এই ফর্ম নিয়ে কোনওভাবেই যে শ্রেয়স নির্বাচকদের গুডবুকে নেই, সেটাই জানাচ্ছেন বোর্ডের এই কর্তা।
আরও পড়ুন-হকিতে নিজেরা ফাইনালে ওঠেননি, ভারত উঠেছে! অগত্যা চিনকে সমর্থন পাকিস্তানের! মুখে ঝামা ঘষে দিল ভারত…
শ্রেয়সের টেস্ট দলে সুযোগ না পাওয়া নিয়ে বোর্ডের সেই কর্তা বলছেন, ‘এই মূহূর্তে ভারতের টেস্ট দলে শ্রেয়সের ঢোকার কোনও জায়গাই নেই। কার বদলে ও ঢুকবে? আর ওর শট সিলেকশন দলীপ ট্রফিতেও, প্রশ্নের মুখে পড়েছে। দলীপের শেষ ম্যাচে সেট হয়ে গেছিলেন, কিন্তু হঠাৎই তিনি শামস মুলানির বলে ভুল শট খেলে আউট হলেন। এমন ফ্ল্যাট উইকেটে সেট হওয়ার পর কোথায় তিনি সেটা কাজে লাগাবেন, সেটা না করে তিনি আউট হচ্ছেন’।
আরও পড়ুন-কলকাতা লিগের সুপার সিক্সে দুরন্ত ইস্টবেঙ্গল! সুরুচি সঙ্ঘকে হারাল ৫-০ গোলে…
দলীপ ট্রফি শেষের পর রয়েছে ইরানি কাপ, সেখানে মুম্বইয়ের হয়ে খেলার কথা শ্রেয়সের। তাঁর পারফরমেন্স নিয়ে বোর্ডের আরেক কর্তা বলছেন, ‘শ্রেয়সকে আমার মনে হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ইরানি ট্রফিতে খেলতে হবে। যদি বাংলাদেশের বিপক্ষে টি২০ স্কোয়াডে ও ডাক পায়, তাহলেও হয়ত ইরানি কাপ খেলে দ্বিতীয় টি২০র আগে ও দলে যোগ দেবে। ও যদি ইরানি কাপে ভালো খেলে, তাহলেও রঞ্জিতে ওকে ভালো খেলতে হবে। কয়েক মাস আগেই ওডিআই বিশ্বকাপে ভালো ছন্দে ছিল শ্রেয়স, সেটাও মাথায় রাখতে হবে। দলীপে হতে পারে পরের ম্যাচে শতরান করে দিল। কিন্তু আমার মনে হয় ওকে শর্ট বল খেলার দুর্বলতার জন্যই অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে না ’।