এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে আয়োজন নিয়ে এখনও কোনও সমাধান সূত্র মিলল না। যদিও একটা সময় হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজিত হবে শোনা যাচ্ছিল। এখন সেটা নিয়েও জটিলতা দেখা গিয়েছে। পাকিস্তানের তরফে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল আয়োজন করার জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছিল। তাদের তরফে বলা হয়েছিল, এরপর থেকে ভারতে আয়োজিত সব ICC টুর্নামেন্টের ক্ষেত্রেও হাইব্রিড মডেল ব্যবহার করতে হবে, যদি টিম ইন্ডিয়া পাক সফরে না আসে তারাও ভারত সফরে আসবে না। আর এই দাবি পত্রপাঠ খারিজ করে দিল BCCI । এখন প্রশ্ন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় আয়োজিত হবে? একটা সময় নিজেদের দেশেই টুর্নামেন্ট আয়োজনের জন্য নাছোড়বান্দা ছিল PCB। পরে সেই জেদ ছেড়ে দেওয়া হয়।
টেলিগ্রাফের এক রিপোর্ট অনুযায়ী, PCB ২০২৬ টি-২০ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে যেই দাবি রেখেছে তা কোনও ভাবেই মানা সম্ভব নয় ভারতের পক্ষে। কারণ ভারতে নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগের বিষয় নেই। রিপোর্ট অনুযায়ী BCCI-র বক্তব্য খুব পরিষ্কার: তারা বিশ্বাস করে যে টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তন করার মতো ভারতে কোনও নিরাপত্তা জনিত সমস্যা নেই। আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে ভারত একটি নিরাপদ জায়গা। হাইব্রিড মডেল নিয়ে মতবিরোধের ব্যাপক প্রভাব পড়তে চলেছে আগামীতে। তবে উভয় বোর্ডই ভবিষ্যতের ICC টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছে। ভারত আসন্ন বছরগুলিতে বেশ কয়েকটি বড় ICC ইভেন্টের আয়োজক হতে চলেছে, যার মধ্যে রয়েছে পরের বছর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।
PCB আশা করেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি সফল সমঝোতা ভবিষ্যতের টুর্নামেন্টগুলির জন্য একটি নজির স্থাপন করবে, কিন্তু BCCI আপাতত কোনও সমঝোতা করতে নারাজ। ICC বিষয়টিকে আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার একটি জরুরি বৈঠক ঢেকে হাইব্রিড মডেল নিয়ে আলোচনা হওয়ার কথাও ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই বৈঠক বাতিল করা হয়েছে। আশা করা হচ্ছে ৬ ডিসেম্বর সেই বৈঠকটি আয়োজিত হতে পারে। উল্লেখ্য, এর আগে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি না হওয়ায় পাকিস্তানকে ICC-র তরফে হুমকি দেওয়া হয়েছিল টুর্নামেন্ট অন্য কোনও দেশে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে। এরপরেই সুর নরম করা হয় PCB-র তরফে।