এমনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতীয় দলের সম্পর্কটা সাপে নেউলে। যদিও বাইরে থেকে কেউ দেখাননা। একটা সময়, টিম ইন্ডিয়া এবং তাঁদের ক্রিকেটারদের উপেক্ষা করত অজিরা। কিন্তু আইপিএলের টাকার মোহে এখন তাঁরা ভারত বন্দনা করেন মাঝে মধ্যেই। যদিও বর্ডার গাভাসকর সিরিজের আগেই প্রতিপক্ষকে নিয়ে বাজে স্লেজিং বলা ভালো কুৎসা করা শুরু করে দিয়েছেন অজি মিডিয়া।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
পর্দার আড়ালে অনুশীলনের দাবি নাকচ-
ভারতীয় ক্রিকেট দল নাকি পর্দার আড়ালে অনুশীলন করতে চেয়েছিল, অর্থাৎ সোজা বাংলায় বললে ময়দানের রুদ্ধদ্বার অনুশীলন যেমন হামেশাই দেখা যায়। এমনই দাবি করেছিল অস্ট্রেলিয়ান মিডিয়া। যদিও সেই দামি সরাসরি উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানানো হল, চলতি সপ্তাহে কোন কোন দিন বিরাটদের অনুশীলন দেখা যাবে।
অজি মিডিয়ার দাবি ওড়াল ভারত-
আসলে কদিন আগেই অস্ট্রেলিয়া মিডিয়া দাবি করেছিল বিসিসিআইয়ের তরফে অস্ট্রেলিয়ান ক্রিকেটের কাছে আর্জি জানানো হয়েছে যাবে বিরাটদের অনুশীলনের ব্যবস্থা পর্দার আড়ালে করার ব্যবস্থা হয়। অর্থাৎ কোনওভাবেই নাকি গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্ট দেখাতে চাননি, তাঁদের স্ট্র্যাটেজি। যদিও ভারতীয় দল সরাসরি সেই দাবি নাকচ করে দিল।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
অজিদের মিথ্যা রটনার প্রতিবাদ-
ভারতীয় দলের পক্ষ থেকে এক সূত্রের তরফে জানানো হয়েছে, ‘ভারতীয় দল অথবা ভারতীয় এ দলের পক্ষ থেকে ওয়াকার এমন পর্দার আড়ালে অনুশীলনের ব্যাপারে কোনও সরকারিভাবে আবেদন জানানো হয়নি। ভারতীয় দলের প্র্যাকটিস সেশন সকলের জন্যই খোলা। অস্ট্রেলিয়ান মিডিয়া চাইলেও সেটা কভার করতে পারে। এখনও পর্যন্ত তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ’।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
শুক্রবার থেকে দেখা যাবে অনুশীলন-
জানা গেছে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পার্থ-এ সেন্টার উইকেটে ভারতীয় দলের অনুশীলন দেখা যাবে। অস্ট্রেলিয়ায় উপস্থিত ভারতীয় ক্রিকেট প্রেমীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত ২২ নভেম্বর থেকে পার্থ -এ শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে। বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়া পাবে না রোহিত শর্মাকে।