বাংলা নিউজ > ক্রিকেট > ICC ODI WC 2023: বিশ্বকাপের সূচি প্রকাশ এবং টিকিট ছাড়তে দেরি কেন? অবশেষে মুখ খুললেন BCCI সচিব জয় শাহ

ICC ODI WC 2023: বিশ্বকাপের সূচি প্রকাশ এবং টিকিট ছাড়তে দেরি কেন? অবশেষে মুখ খুললেন BCCI সচিব জয় শাহ

বিসিসিআই সচিব জয় শাহ। ছবি- রয়টার্স  (REUTERS)

নির্ধারিত সময়ের অনেকটা পরেই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। শুধু তাই নয়, টিকিট বিক্রির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কেন দেরিতে শুরু হল, সেই বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ।

যত সময় এগোচ্ছে বিশ্বকাপ জ্বরে কাঁপছে ভারতসহ অন্যান্য দেশ। বিশ্ব ক্রিকেটের পুরো নজর এখন একদিনের ক্রিকেট বিশ্বকাপের উপর। হিসাব করলে দেখা যাবে আর এক মাসও বাকি নেই এই টুর্নামেন্টের। তবে এখন থেকেই টিকিটের জন্য বেশ সমস্যায় পড়েছেন দর্শক সমর্থকরা। এবারের বিশ্বকাপ সময়সূচি নিয়ে ও একটা সমস্যা ছিল। সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সময়সূচি প্রকাশ করে দেওয়া হয়। এইবার সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। গত জুন মাসে শেষের দিকে টুর্নামেন্টের সময়সূচি সামনে এসেছে। তবুও সেটা ফাইনাল নয়। এরপরে আরও একবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়। আর এর ফলেই টিকিট কাটতে সমস্যায় পড়েছেন সমর্থকরা।

ভারতের মতো জনপ্রিয় একটি দেশে টিকিটের কিছু সমস্যা হবে তা বলাই বাহুল্য। শুধুমাত্র ভারতীয়রা নন অন্যান্য দেশের সমর্থকরাও নিজেদের দলের খেলার সময় টিকিট কাটতে চাইছেন। এই সমস্যার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, 'এইবার টুর্নামেন্টের সময়সূচির ক্ষেত্রে যা দেরি হয়েছে তার প্রাথমিক কারণ হচ্ছে আমরা টুর্নামেন্টের সঙ্গে জড়িত বিভিন্ন পরিবহন ও খেলা সম্প্রচার সরঞ্জামের বিষয়ে নিশ্চিচ হতে চেয়েছিলাম। এছাড়াও আরও প্রয়োজনীয় বিষয়কে মাথায় রেখে টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করতে দেরি হয়।'

বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। টিকিটের সমস্যাকে মাথায় রেখে বিসিসিআই রাজ্য সংস্থা গুলির সঙ্গে কথা বলার পরে আরও ৪ লক্ষ টিকিট বাজারে ছেড়েছে। এই টুর্নামেন্টে অন্যান্য সাধারণ ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর থেকে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে।

ভারতীয় দলের কাছে এই বিশ্বকাপ যেমন খুব গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং হতে চলেছে তেমনভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বিশ্বকাপ আয়োজন করা একটা বিশাল চ্যালেঞ্জ। এই বিষয়ে জয় শাহ বলেন, 'ভারতের মতো বিশাল একটি দেশে ৫০-ওভারের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা যথেষ্ট চ্যালেঞ্জিং। এই টুর্নামেন্ট সফলভাবে করার জন্য এবং ক্রিকেটার সহ অন্যান্য সকলে যারা এর সঙ্গে যুক্ত তাদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়া বেশ চ্যালেঞ্জের কাজ।'

গুজরাটের আমদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ অক্টোবর গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। এর ঠিক তিনদিন পরে চেন্নাইতে অস্ট্রেলিয়া বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত। আর এই বিশ্বকাপকে ঘিরে যে উন্মাদনা তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না।

বন্ধ করুন