সদ্য ভারতীয় দল টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এবারে ভারতীয় দলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁদের ফিল্ডিং অনেক বড় অবদান রেখেছে। ফাইনাল ম্যাচের শেষ ওভারে সূর্যকুমার যাদবের নেওয়ার ডেভিড মিলারের ক্যাচই ছিল টার্নিং পয়েন্ট। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অসাধারণ ফিল্ডিংয়ের নিদর্শন রেখেছিলেন সূর্য। টিম ইন্ডিয়ার সঙ্গে বেশ ভালোভাবেই কাজ করেছেন টি দিলীপ। সেই সুবাদে টি২০ বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোরদের বিদায় জানালেও ফিল্ডিং কোচের পজিশনে কোনও বদল আনেনি বোর্ড। নতুন কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও জুড়ে দেওয়া হয়েছে তাঁকে, পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। সেখানে রায়ান টেন দুশখাতেদের সঙ্গে ভারতীয় দলকে চুটিয়ে অনুশীলন করাচ্ছেন ফিল্ডিং কোচ টি দিলীপ, তাঁর কোচিং টেকনিক বেশ মনে ধরেছে গৌতম গম্ভীরেরও।
আরও পড়ুন-মার্কিন মুলুকে হেড-ম্যাক্সওয়েল ঝড়! কামিন্সদের হারিয়ে MLC-র ফাইনালে ওয়াসিংটন ফ্রিডম!
২০০০ সালের পর থেকেই ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং অনেকটা উন্নতি হতে থাকে। মহম্মদ কাইফ থেকে রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, বিরাট কোহলি কিংবা এখনকার সূর্যকুমার যাদব, টিম ইন্ডিয়ার ফিল্ডিংয়ের মান যথেষ্টই ভালো। গত ওডিআই বিশ্বকাপ এবং টি২০ বিশ্বকাপে অক্ষর প্যাটেল, সূর্যকুমারদের ফিল্ডিং দেখে টি দিলীপকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এবার বোর্ডের তরফে শ্রীলঙ্কায় সিরিজ শুরুর আগে ভারতীয় দলের ফিল্ডিং অনুশীলনের ভিডিয়ো দেওয়া হল সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন-ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন দুশখাতে! গম্ভীরের ইচ্ছা মেনে রায়ানকে নিয়োগ বোর্ডের
ভারতীয় ক্রিকেট দলের টি২০ অধিনায়কত্ব নিয়ে অনেক জল্পনা ছিল, কিন্তু হার্দিক পান্ডিয়াকে পিছনে ফেলে সেই পদে বসেছেন সূর্যকুমার যাদব। যদিও বিসিসিআইয়ের দেওয়া ভিডিয়োতে দুই ক্রিকেটারের মধ্যে সম্পর্কের কোনও অবনতি লক্ষ্য করা গেল না। অধিনায়ককে ডেকে ফিল্ডিং কোচ বলে দিলেন, ঠিক কোন কোন বস্তুকে তাক করে হিট করতে হবে। এরপর একে একে সুর্য, রবি বিষ্ণৈ, শুভমন গিলরা ডাইরেক্ট হিট করতে থাকলেন। এরপর চলল বেশ কিছুক্ষণ ক্যাচ অনুশীলন। উপরের ক্যাচ দৌড় পিছনে গিয়ে নিলেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়লওয়ালরা। ফিটনেস বাড়াতে সবরকম কসরতই করালেন ক্রিকেটারদের,, তা হাসি মুখেই দেখলেন নতুন কোচ গৌতম গম্ভীর।
আরও পড়ুন-টি২০তে নিজের খেলায় খুশি নন! এখন থেকেই ২৬-র বিশ্বকাপে ফোকাস করছেন শুভমন গিল…
সেই ভিডিয়োতে দেখা গেল ভারতীয় দল বেশ খোশমেজাজেই রয়েছে। শরীর ছুঁড়ে দিয়ে অসাধারণ এক ক্যাচ নিলেন সঞ্জু স্যামসন, সঙ্গে সঙ্গে তাঁকে গিয়ে শুভেচ্ছা জানালেন মহম্মদ সিরাজ। অর্থাৎ দলের মধ্যে পরিবেশ যে বেশ ভালো রয়েছে সেটাই বোঝা গেল বিসিসিআইয়ের দেওয়া এই ভিডিয়োতে। শনিবার সন্ধে সাতটায় শুরু ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ ম্যাচ।