অস্ট্রেলিয়ায় সফরকারী ভারতীয় দল শুক্রবার পার্থের WACA-তে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। এই ম্যাচ দিয়ে বর্ডার গাভাসকর ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেবে টিম ইন্ডিয়া। যদিও এই ম্যাচের আগে বিসিসিআই বড় সিদ্ধান্ত নিয়েছে। আসলে এই ম্যাচটি সাধারণ মানুষ দেখতে পাবেন না। পার্থে বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজ শুরুর দুই সপ্তাহ আগে, পুরানো টেস্ট ভেন্যুতে ভারত তাদের প্রথম অনুশীলন সেশনের একদিন পরে এই সিদ্ধান্ত নিয়েছে।
অনুশীলনে কড়া ব্যবস্থা নিয়েছে BCCI
দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এর একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত WACA-তে ভারতের একটি তিন দিনের আন্তঃ-স্কোয়াড প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। যাইহোক, সাধারণ জনগণকে ম্যাচটি দেখতে দেওয়া হবে না, কারণ বিসিসিআই স্টেডিয়ামটিকে লকডাউন করতে চেয়েছে।
ইতিমধ্যেই বর্ডার গাভাসকর ট্রফির জন্য টিম ইন্ডিয়া তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। ২২ নভেম্বর অপটাস স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। তবে তার আগে WACA তে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। অনুশীলনের আগে WACA কে কালো কাপড় দিয়ে আবৃত করে দেওয়া হয়েছে। এর কারণ হল, বিসিসিআই চায় না যে রাস্তা থেকে তাদের কোনও প্রশিক্ষণ সেশন দেখা যাক। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পশ্চিম অস্ট্রেলিয়ান ক্রিকেট কর্মীদের তাদের অফিসের বাইরে ফোন ব্যবহার করতে এবং মাঠের ভিতরে ছবি তোলাতেও নানা নিয়ম করা হয়েছিল। বলা হচ্ছে অনুশীলনের ছবি তুলতে দেওয়া হচ্ছে না।
প্রথম ট্রেনিং সেশন এড়িয়ে গেলেন বিরাট কোহলি
প্রাক্তন ভারত অধিনায়ক পার্থে সকলের আগে পৌঁছে গিয়েছিলেন। রবিবার শহরে পৌঁছেছিলেন তিনি। কিন্তু বিরাট কোহলি মঙ্গলবার প্রশিক্ষণ সেশন এড়িয়ে যান, যা একটি ঐচ্ছিক ছিল বলে জানা গিয়েছে। জসপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিনও সেশন মিস করেন। কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের মত, অবশ্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত নেটে সময় কাটিয়েছিলেন।
জয়সওয়াল এবং রাহুল সম্ভবত আগামী সপ্তাহে পার্থ টেস্টে ভারতের ওপেনিং জুটি হতে পারেন। অধিনায়ক রোহিত শর্মা তার দ্বিতীয় সন্তানের জন্মের কারণে খেলবেন না। ৩৭ বছর বয়সি ভারতীয় দলের সঙ্গে পার্থে যাননি, ম্যানেজমেন্ট এখনও তার প্রাপ্যতা সম্পর্কে অনিশ্চিত।
অস্ট্রেলিয়ায় যাওয়ার ফ্লাইট ধরার আগে সোমবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, ‘এই মুহূর্তে কোনও নিশ্চিত খবর নেই। তবে পরিস্থিতি কী হবে তা আমরা আপনাদের জানাব। আশা করি তাঁকে সিরিজে পাওয়া যাবে। তবে সিরিজের শুরুতে আমরা যা জানতে পেরেছি সেটাই আপনাদের জানালাম।’ অস্ট্রেলিয়া সিরিজের ওপেনারের জন্য রোহিতের ব্যাক-আপ নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর ইঙ্গিত দিয়েছিলেন যে টিম ইন্ডিয়ার কাছে বিকল্প তৈরি রয়েছে। ম্যাচের আগে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।