Is Ravindra Jadeja ODI career End: ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে। এই সফর থেকেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন গৌতম গম্ভীর। এই সফরে দুই দলকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে। এই সিরিজের জন্য বাছাই করা দলে দেখা গিয়েছে অনেক চমক। এই সফরে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কিছু জুনিয়র খেলোয়াড়ের সমন্বয় দেখা যাবে। কিন্তু এই দল থেকে বাদ পড়েছেন ভারতের অন্যতম সেরা তারকা অলরাউন্ডার।
এই বড় খেলোয়াড়ের ওয়ানডে কেরিয়ার কি তবে শেষ হয়ে গেল?
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। একই সঙ্গে ৭ বছর পর শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে যাবেন বিরাট কোহলিও। এর মানে এই সিরিজের জন্য সিনিয়র খেলোয়াড়দের দলে রাখা হয়েছে। কিন্তু এই দলে নেই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার মানে ওডিআই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পাননি তিনি। তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিসিসিআই সূত্র কী বলছে?
রবীন্দ্র জাদেজাকে নিয়ে একটি বড় খবর বিসিসিআই-এর ভিতর থেকে বেরিয়ে আসছে। বিসিসিআইয়ের একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘পরের বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় তিনটি সহ মাত্র ছয়টি ওডিআই ম্যাচ খেলবে ভারত। নির্বাচকরা অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে আরও সুযোগ দিতে চান ও এই কয়েকটি ম্যাচকে কাজে লাগাতে চান।’ সূত্রটি আরও জানিয়েছেন, ‘জাদেজার পারফরম্যান্সে কিছু ভুল নেই। ম্যানেজমেন্ট শুধু অন্য বিকল্পগুলি দেখতে চায়, কারণ আমাদের ভবিষ্যতের জন্য একটি দল তৈরি করতে হবে।’ সূত্রটি জানিয়েছেন, টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন জাদেজা। সেই সূত্র বলেন, ‘জাদেজা টেস্ট ক্রিকেটে অসামান্য। হোম কন্ডিশনে তার বোলিং অতুলনীয়। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিডের জন্য তিনি গুরুত্বপূর্ণ হবেন।’
আরও পড়ুন… ইশান কিষানের কেরিয়ার কি শেষ? কীভাবে ফের দলে ফিরতে পারেন ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার
সম্প্রতি টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন
রবীন্দ্র জাদেজা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ী দলের একজন অংশ ছিলেন। কিন্তু এই টুর্নামেন্টের পর তিনি টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে তাঁকে এখন শুধু ওয়ানডে ও টেস্টেই খেলতে দেখা যাবে। কিন্তু শ্রীলঙ্কা সফরে দলে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন রবীন্দ্র জাদেজা। কিছুদিন ধরেই রবীন্দ্র জাদেজার পারফরম্যান্সে উল্লেখযোগ্য অবনতি হয়েছে, যে কারণে তাঁকে দল থেকে বাইরের পথ দেখানো হয়েছে। একই সঙ্গে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে অলরাউন্ডার হিসেবে এই সফরের জন্য ওয়ানডে দলে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন… হার্দিক নয় সূর্যকে বিশ্বাস করি, প্লেয়ারদের কথাতেই তাহলে ক্যাপ্টেন হলেন SKY! রিপোর্ট
রবীন্দ্র জাদেজার টি-টোয়েন্টি কেরিয়ার ১৫ বছর স্থায়ী হয়েছিল-
১০ ফেব্রুয়ারি ২০০৯-এ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজার অভিষেক হয়েছিল। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। এই সময়ের মধ্যে তিনি ভারতের হয়ে ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি টিম ইন্ডিয়ার হয়ে ৭২টি টেস্ট এবং ১৯৭টি ওডিআই ম্যাচ খেলেছেন।