আইপিএলে দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসের কোচিং করাচ্ছেন কিউয়িদের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আগে খেলতেন, এরপর দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। সেই শুরু, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে অথবা তাঁর দলকে। আইপিএলের অন্যতম সফলতম দল সিএসকে। এবারে আইপিএলের গ্রুপ স্টেজ থেকে ছিটকে গেলেও তাঁর কোচিং দক্ষতা মুগ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ব্ল্যাক ক্যাপসদের প্রাক্তন অধিনায়ককেই ভারতীয় ক্রিকেট দলের কোচ করতে চাইছে বিসিসিআই, যদিও তিনি পত্রপাঠ না করেননি, তবে দীর্ঘ সময়ের চুক্তিতে যাওয়ার ক্ষেত্রে রাজিও হননি তিনি। ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি ঠিক পছন্দ নয় ৫১ বছর বয়সী এই প্রাক্তন তারকার। অগত্যা বরফ গলানোর জন্য আরেক প্রাক্তন ভারত অধিনায়কের দ্বারস্থ হতে পারে বিসিসিআই।
আরও পড়ুন-IPL-র স্বার্থে বড় আত্মত্যাগ ক্যারিবিয়ানদের, অধিনায়ককে ছাড়াই নামছে T20 সিরিজে
ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে স্টিফেন ফ্লেমিংয়ের পাশেই ভাসছে গৌতম গম্ভীরের নাম। কদিন আগেই জানা গেছে তাঁকে বিসিসিআই কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। বর্তমানে আইপিএলে ব্যস্ত থাকায় গম্ভীর এখনও তাতে সম্মতি দেয়নি। এরই মধ্যে শোনা যাচ্ছে, ফার্স্ট চয়েস হিসেবে আইপিএলের অভিজ্ঞতম কোচ স্টিফেন ফ্লেমিংকেই চাইছে বিসিসিআই। রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ বাছাইয়ে খুব বেশি বিলম্ব করতে রাজি নয় বিসিসিআই, তাই চুক্তির মেয়াদ নিয়ে নাছোড়বান্দা স্টিফেনকে রাজি করাতে মহেন্দ্র সিং ধোনিকে কাজে লাগাতে চলেছে বোর্ড। এক্ষেত্রে বরফ গলবে কিনা, তার উত্তর অবশ্য সময়ই দেবে।
আরও পড়ুন-যা করেছি,বেশ করেছি…অ্যাশেজে বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে বলছেন প্য়াট কামিন্স
কিউয়িদের হয়ে ৩০৩টি ম্যাচে নেতৃত্ব দেওয়া ফ্লেমিং আইপিএলের অভিজ্ঞতম কোচ। চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন থাকায় ধোনির সঙ্গে অসম্ভব ভালো সম্পর্ক ব্ল্যাক ক্যাপসদের এই প্রাক্তন তারকার। যদিও ফ্লেমিং নিজের স্বল্পমেয়াদি চুক্তির পক্ষপাতি। ফ্র্যাঞ্চাইজি লিগে কম সময়ের জন্য চুক্তি করার ঝোঁক রয়েছে তাঁর, তাই হাইপ্রোফাইল ভারতীয় দলের দায়িত্ব নিতেও খুব বেশি আগ্রহী নন ফ্লেমিং। বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘ফ্লেমিং এখনও না বলে দেয়নি। কিন্তু চুক্তির মেয়াদ সম্পর্কে নিজের ভাবনার কথা জানিয়েছে, এটা অস্বাভাবিক নয়। কারণ রাহুল দ্রাবিড়ও প্রথম দিকে রাজি হয়নি দায়িত্ব নিতে। তাঁকে অনেক বোঝানো হয়েছিল, আমরা অবাক হব না যদি একই বিষয় ফ্লেমিংয়ের সঙ্গেও হয়। সেক্ষেত্রে এই কাজ মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কেই বা করে পারে ’ ।
আরও পড়ুন-IPL 2024-কোহলি একা নন, ধোনির সঙ্গে ড্রেসিংরুমে দেখা করতে যান এই প্রাক্তন RCB তারকাও
বর্তমানে সিএসকের কর্ণধারের আরও দুটি বিদেশি লিগের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চু্ক্তিবদ্ধ ফ্লেমিং, এছাড়াও দ্য হান্ড্রেডের দল সাউদার্ন ব্রেভেরও কোচ তিনি। চারটি লিগের সঙ্গে জড়িত থাকলেও পরিবারকে ভালোই সময় দিতে পারেন, কিন্তু বিসিসিআইয়ের প্রস্তাবে সায় দিলে দশ মাস ব্যস্ত থাকতে হবে দলের স্বার্থে, সেই কারণেই এই প্রস্তাবে সায় দিতে চাইছেন না তিনি। এরই মধ্যে শেষ বাজি হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে ব্যবহার করতে চলেছে বোর্ড।