আজও প্রত্যেক ভারতীয় ক্রিকেটপ্রেমির চোখে ভাসে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সেই রুদ্ধশ্বাস জয়। তখনকার দিনে ৩২৫ রান তাড়া করে জেতা মানে অনেক বড় বিষয় ছিল। সেই ম্যাচে মহম্মদ কাইফ অনবদ্য শতরান করলেও ম্যাচ শেষে অবশ্য কাইফের শতরানের থেকেও বেশি চর্চায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আইকনিক সেলিব্রেশনের রহস্য ফাঁস
সেই ম্যাচে লর্ডসে মহম্মদ কাইফ এবং যুবরাজ সিং ১২১ রানের পার্টনারশিপ গড়ে তুলে ভারতীয় দলকে সিরিজ জয়ের কাছাকাছি নিয়ে যান। এরপর তিন বল বাকি থাকতেই ম্যাত জিতে নেয় ভারত। আর তারপরই লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জার্সি খুলে উদ্যম সেলিব্রেশন করেছিলেন। যে ছবি এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতির মণিকোঠায় সযত্নে রয়েছে।
বড় রহস্য ফাঁস করলেন রাজীব শুক্লা-
সম্প্রতি বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট তথা সেই সময়ের ভারতীয় দলের টিম ম্যানেজার এক বড় তথ্যই ফাঁস করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেদিনের সেলিব্রেশন নিয়ে। লর্ডসে ভারতীয় দলের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর নাকি সৌরভ চেয়েছিলেন গোটা দলই যেন জার্সি খুলে সেলিব্রেট করেন। কিন্তু ভারতীয় দলেরই এক তারকা সৌরভের সেই আর্জির বিরুদ্ধে ছিলেন।
রাজীব শুক্লা বলছিলেন, ‘যখন লর্ডসে ওরা অত রান করে দিয়েছিল, তখন মনে হচ্ছিল হয়ত হেরে যাব। চাপের সময় ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে আমি ওষুধ খেয়েছিলাম। আমি অত রান উঠেছে দেখে সৌরভকে জিজ্ঞাসা করছিলাম, যে কি হবে। সৌরভ তখন বলেছিল, আমাদের আগে মাঠে নেমে খেলতে তো দিন। ওর মধ্যে আলাদাই একটা আত্মবিশ্বাস ছিল ’।
সৌরভ বলেছিলেন সবাইকে লর্ডসে জার্সি খুলতে-
এরপরই রাজীব শুক্লা জানান ভারত যখন ম্যাচ জয়ের কাছাকাছি চলে এসেছিল তখন সৌরভ গঙ্গোপাধ্যায় গোটা দলকেই বলেছিল তাঁদের জার্সি খুলে ফেলার জন্য আর সেলিব্রেট করতে তৈরি হওয়ার জন্য। এর পিছনে কারণ ছিল, মুম্বইতে ইংল্যান্ড যখন ওডিআই সিরিজ জিতেছিল তখন তাঁদের অ্যান্ড্রিউ ফ্লিনটফও একই কাজ করেছিল।
সচিন চাননি জার্সি খুলে সেলিব্রেশন
রাজীব শুক্লা বলছিলেন, ‘সৌরভ গোটা দলকেই বলেছিল যে জামা খুলে সেলিব্রেট করতে একসঙ্গে, কারণ ওর মাথায় বোধহয় ফ্লিটফের কথাটা ছিল। কিন্তু সচিন এসে আমায় ড্রেসিংরুমে বলল যে গোটা দলকে এই কাজটা করতে দিও না। এটা জেন্টেলম্যানস গেম। এটা ভালো দেখাবে না। তাই আমি সৌরভকে বলেছিলাম তুমি যদি চাও তাহলে এটা করতে পারো। ও এরপর জার্সি খুলে সেলিব্রেট করে, আর সেই ছবি ঐতিহাসিক হয়ে যায়। ও প্রথম অধিনায়ক ছিল যে ভারতীয় দলে আগ্রাসন নিয়ে এসেছিল সেই যুগে ’।