বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখে বিশ্বের বিভিন্ন প্রান্তে লেজেন্ডস লিগ দেখা যাচ্ছে। তবে সেই সব লিগে নানা অনিয়ম এবং বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। জানা যাচ্ছে কিংবদন্তি খেলোয়াড়দের নিয়ে নিজস্ব লিগ শুরু করতে পারে বিসিসিআই। আইপিএল এর ধাঁচে বিশ্ব জুড়ে অনেক কিংবদন্তি খেলোয়াড়দের নিয়ে লেজেন্ডস লিগ খেলা শুরু হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, গ্লোবাল লেজেন্ডস লিগ, লেজেন্ডস লিগ ক্রিকেট। সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, অম্বাতি রায়ডু সহ অনেক ভারতীয় খেলোয়াড়দের এই লিগ গুলোতে খেলতে দেখা যায়।
প্রাক্তন খেলোয়াড়দের দাবি
মুরলিধরন, সনৎ জয়সূর্য, ক্রিস গেইল, কায়রন পোলার্ড, এবি ডি ভিলিয়ার্সের মতো অনেক প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারও এই লিগে খেলেন। BCCI বর্তমানে IPL এবং Women's Premier League (WPL) আয়োজন করে। সূত্রের খবর, সম্প্রতি ভারতের কিছু প্রাক্তন খেলোয়াড় বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে দেখা করে লেজেন্ডস লিগ আয়োজনের জন্য অনুরোধ করেছিলেন। আইপিএলের মতো লেজেন্ডস লিগও আয়োজন করতে চান প্রাক্তন এই ক্রিকেটার।
আরও পড়ুন… Paris Olympics 2024: মনু আর নীরজের সম্পর্ক নিয়ে জল্পনা এক কথায় উড়িয়ে দিলেন শ্যুটারের বাবা
শহরের উপর ভিত্তি করে ফ্র্যাঞ্চাইজি দল থাকা উচিত এবং সারা বিশ্বের খেলোয়াড়দের জন্য বিডিং করা উচিত। বিসিসিআই এই প্রস্তাবের সম্ভাবনাগুলি অন্বেষণ করার আশ্বাস দিয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের দর্শকরাও প্রাক্তন দুর্দান্ত খেলোয়াড়দের মধ্যে লেজেন্ডস লিগ উপভোগ করতে পারবেন।
বিসিসিআই নিশ্চিত করেছে
বিষয়টি নিশ্চিত করে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এ বিষয়ে প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি, যা বিবেচনা করা হচ্ছে। তবে এটি এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে।’ এ বছর লিগ হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, এত তাড়াতাড়ি সম্ভব নয়। এটা অবশ্যই আগামী বছর নিয়ে ভাবা যেতে পারে। এতে সেই সব খেলোয়াড় খেলবেন যারা তাদের দেশ থেকে অবসর নিয়েছেন এবং আইপিএলও খেলেন না।’
আরও পড়ুন… মঙ্গলেই লেখা হবে ফোগাটের পদক ভাগ্য- CAS-র সিদ্ধান্ত জানার আগেই গেমস ভিলেজ ছাড়লেন ভিনেশ
বিসিসিআই-এর সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ভারতে এ ধরনের লিগ শুরু হলে অন্যান্য লিগেও এর সরাসরি প্রভাব পড়বে। বর্তমানে যে সমস্ত লিগ হচ্ছে তা বিভিন্ন ক্রিকেট বোর্ডের সহায়তায় কিছু প্রাইভেট কোম্পানি আয়োজন করছে। কোনও ক্রিকেট বোর্ড সরাসরি লেজেন্ডস লিগের মতো প্রতিযোগিতার আয়োজন করছে না। এই বছরের জুনে বার্মিংহামে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সহায়তায় আয়োজিত হয়েছিল।
আরও পড়ুন… ভারতের জার্সি গায়ে আর কত বছর খেলতে পারবেন রোহিত শর্মা-বিরাট কোহলি? উত্তর দিলেন হরভজন সিং
একটি ভালো পদক্ষেপ হবে
বিসিসিআই-এর মতো ধনী ক্রিকেট বোর্ড যদি নিজস্ব লেজেন্ডস লিগ শুরু করে তবে তা হবে বিশ্ব ক্রিকেটে একটি বড় পদক্ষেপ। সারা বিশ্বের প্রাক্তন ক্রিকেটাররা এখনও ভারতে খেলতে চান। এমন একটি লিগে খেলা একজন ক্রিকেটার দৈনিক জাগরণকে বলেছেন যে যদি এটি ঘটে তবে এটি একটি ভালো পদক্ষেপ হবে এবং বেশিরভাগ আইপিএল ফ্র্যাঞ্চাইজিও এতে দল নেবে, যা আবার সেই খেলোয়াড়দের একটি ভালো প্ল্যাটফর্ম সরবরাহ করবে যারা খেলতে আগ্রহী। ভারতসহ তাদের বোর্ড আইপিএল খেলেছে।