মহিলা প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরু করার পর থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই লিগটিকে দুটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত করেছিল। তবে এখন তৃতীয় আসরের আগে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, WPL এর আসন্ন মরশুমের ম্যাচ গুলো চারটি ভিন্ন ভিন্ন মাঠে খেলা অনুষ্ঠিত করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
মুম্বই এবং বেঙ্গালুরুর পাশাপাশি, যারা ইতিমধ্যেই লিগ ম্যাচ আয়োজন করেছে, ভাদোদরা এবং লখনউকে দুটি নতুন কেন্দ্র হিসাবে লিগ ম্যাচ আয়োজনের সুযোগ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। এবার ২৩টি ম্যাচের আসর বসতে চলেছে। এই ম্যাচগুলো চারটি ভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন… কপিল দেবকে গুলি করতে চেয়েছিলাম, পিস্তল নিয়ে ওর বাড়ি চলে গিয়েছিলাম- যোগরাজ সিং
চারটি ভেন্যুতে ম্য়াচ গুলো অনুষ্ঠিত হবে-
চারটি পর্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটি মুম্বইয়ে শুরু হবে। জানা যাচ্ছে রাজকোটে নির্মিত নতুন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি আয়োজন করা হতে পারে। গত মাসে, একই মাঠে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের মধ্যে একটি ওডিআই সিরিজ খেলা হয়েছিল। এটিই ছিল এই মাঠে প্রথম আন্তর্জাতিক সিরিজ।
আরও পড়ুন… INDW vs IREW 2nd ODI: জেমিমার শতরান, মন্ধনাদের ঐতিহাসিক ৩৭০ রানের জবাবে ১১৬ রানে হারল আয়ারল্যান্ড
এবার মহিলা ক্রিকেট ঘরোয়া সীমিত ওভারের টুর্নামেন্টের ম্যাচগুলি লখনউতে খেলা হয়েছিল। এখন এখানে ডব্লিউপিএল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়ছে। এটি এই কেন্দ্রের জন্য একটি দুর্দান্ত খবর। এর সঙ্গে, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচগুলিতে ভাল ভিড় দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ডব্লিউপিএলের তৃতীয় আসর ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, মার্চের প্রথম সপ্তাহে শেষ হয়ে যাবে এই টুর্নামেন্ট।
প্রতি মরশুমে WPL-এর অবতার পরিবর্তন হচ্ছে
ডব্লিউপিএলের প্রথম আসর খেলা হয়েছিল শুধুমাত্র মুম্বইয়ে। টুর্নামেন্টের সমস্ত ম্যাচ শুধুমাত্র ব্র্যাবোর্ন এবং সিসিআই স্টেডিয়ামে খেলা হয়েছিল। পাঁচ দলের এই লিগের প্রথম মরশুমের সাফল্য দেখে পরবর্তী মরশুমের জন্য এতে পরিবর্তন আনে বোর্ড। সেবার দিল্লি ও বেঙ্গালুরুতে দুই দফায় লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল।
মরশুমটি দিল্লিতে শুরু হয়েছিল এবং তারপরে দ্বিতীয় পর্বটি বেঙ্গালুরুতে খেলা হয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর দ্বিতীয় সিজন জিতেছে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তৃতীয় সিজনে প্রবেশ করবে। এবার মহিলা প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণে ম্য়াচগুলো চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মুম্বই, লখনউ, বেঙ্গালুরু ও ভাদোদরাতে বাকি ম্যাচ গুলো খেলা হবে।