আইপিএল ২০২৫ শুরুর আগেই নিয়ম বদলে ফেলল BCCI ও IPL পরিচালনা কমিটি! সাধারণত, আইপিএল শুরুর আগে সব দলের অধিনায়কদের নিয়ে প্রাক-মরশুম বৈঠক ও ফটোশুট সেই শহরেই অনুষ্ঠিত হয় যেখানে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই কারণেই সকলে মনে করেছিলেন যে এবারে হয়তো এই ছবিটি কলকাতায় দেখা যেতে পারে। তবে BCCI ও IPL পরিচালনা কমিটি জানিয়েছে এই বছর এটি BCCI অফিসে অনুষ্ঠিত হবে। ফলে এই অনুষ্ঠানটি কলকাতার বদলে মুম্বইয়ে অনুষ্ঠিত হবে।
আইপিএল ২০২৫-এর সকল অধিনায়করা মুম্বইয়ে প্রাক-মরশুম বৈঠকে অংশ নেবেন। ক্রিকবাজের একটি রিপোর্টে বলা হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর সকল দলের অধিনায়করা এই বৃহস্পতিবার মুম্বইয়ে এক গুরুত্বপূর্ণ প্রাক-মরশুম বৈঠকে অংশ নিতে চলেছেন। সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছে যে, বৈঠকটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) প্রধান কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত হবে। অধিনায়কদের পাশাপাশি ১০টি ফ্র্যাঞ্চাইজি দলের ম্যানেজারদেরও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন … KKR Practice Match: রাসেল ঝড় উঠলেও বৃষ্টিতে ভেস্তে গেল রিঙ্কুদের অনুশীলন ম্যাচ
BCCI ও IPL পরিচালনা কমিটি থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো ইমেইল অনুসারে, ক্রিকেট সেন্টারে অনুষ্ঠিত এই বৈঠক মূলত এক ঘণ্টার ব্রিফিং। এই সময়ে আসন্ন মরশুমের নতুন সংযোজন ও পরিবর্তন সম্পর্কে দলগুলিকে অবহিত করা হবে। এরপর, তাজ হোটেলে স্পনসরদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
মনে করা হচ্ছে এই ইভেন্টটি চার ঘণ্টা ধরে চলবে। যার শেষ পর্বে সব অধিনায়কের ঐতিহ্যবাহী ফটোশুট অনুষ্ঠিত হবে। সাধারণত, এই ধরনের সভা ও ফটোশুট সেই শহরে অনুষ্ঠিত হয়, যেখানে আইপিএল উদ্বোধনী ম্যাচ হয়। তবে এই বছর এটি BCCI অফিসে অনুষ্ঠিত হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে এখানে কেবল নিয়ম পর্যালোচনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হতে পারে।
আরও পড়ুন … এই জন্য আমরা ক্রমাগত নীচের দিকে যাচ্ছি… পাকিস্তান ক্রিকেটের ভুলটা ধরিয়ে দিলেন ইনজামাম
দলগুলোর অধিনায়ক নিশ্চিত করা হয়েছে
সম্প্রতি অক্ষর প্যাটেলকে দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। অন্য নয়জন অধিনায়ক হলেন:
হার্দিক পান্ডিয়া (মুম্বই ইন্ডিয়ান্স)
প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ)
রতুরাজ গায়কওয়াড় (চেন্নাই সুপার কিংস)
রজত পতিদার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
ঋষভ পন্ত (লখনউ সুপার জায়ান্টস)
শ্রেয়স আইয়ার (পাঞ্জাব কিংস)
সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস)
অজিঙ্কা রাহানে (কলকাতা নাইট রাইডার্স)
শুভমন গিল (গুজরাট টাইটান্স)
আরও পড়ুন … ভিডিয়ো: IPL 2025-এ পঞ্জাব কিংস TOP 2 থাকবেই… আত্মবিশ্বাসী শশাঙ্ক সিংয়ের চ্যালেঞ্জ
অধিকাংশ অধিনায়ক ইতিমধ্যেই তাদের নিজ নিজ দলের সঙ্গে যোগ দিয়েছেন, পাশাপাশি যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিলেন, তারাও ক্যাম্পে রিপোর্ট করেছেন। প্যাট কামিন্স রবিবার হায়দরাবাদে পৌঁছেছেন এবং পুরো আইপিএল মরশুমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও আইপিএলের ফাইনালের মাত্র দুই সপ্তাহ পর, জুন ১১ তারিখে, লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে।
আইপিএল শুরু হবে ২২ মার্চ
আইপিএল ২০২৫ শুরু হবে ২২ মার্চ, কলকাতার ইডেন গার্ডেন্সে। উদ্বোধনী ম্যাচে সাম্প্রতিক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) মুখোমুখি হবে।