Saqib Mahmood visa delay: ভারত সফরে আসার আগেই প্রস্তুতিতে ধাক্কা খেল টিম ইংল্যান্ড। ভারতের ভিসা পেতে দেরি হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের দ্রুত বোলার সাকিব মাহমুদের। এই কারণে আবু ধাবিতে ইংল্যান্ড দলের ট্রেনিং ক্যাম্পে অংশ নেবেন না তিনি। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ২২ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি২০ সিরিজটি শুরু হবে। তার পর ফেব্রুয়ারিতে দুই দলের মধ্যে তিন ম্যাচের এক দিনের সিরিজও হবে।
সাকিব মাহমুদকে ভারতের সফরের প্রস্তুতির জন্য আবু ধাবিতে ইংল্যান্ড দলের ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে অনুপস্থিত থাকতে হবে। এর কারণ তাঁর ভিসা পেতে দেরি হচ্ছে। আসলে সাকিব মাহমুদ হলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ড খেলোয়াড়। অনেকে মনে করছেন এই কারণেই হয়তো তাঁর ভিসা পেতে সমস্যা হচ্ছে।
ক্রিকইনফো ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, শাকিব মাহমুদকে এখনও ভারতের ভিসা পাননি। তার পাসপোর্ট ভিসা প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে। তবে ইংল্যান্ড আশা করছে, খেলোয়াড়দের প্রথম দল কলকাতার উদ্দেশ্যে যাত্রা করার আগেই শাকিবের ভিসা পাওয়া যাবে। শাকিব মাহমুদ এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২টি টেস্ট, ৯টি একদিনের ম্যাচ এবং ১৮টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
এটি প্রথমবার নয় যখন পাকিস্তানি বংশোদ্ভূত কোনও ক্রিকেটারের ভারতের ভিসা পেতে দেরি হয়েছে। গত বছর ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরও দেরিতে ভিসা পেয়েছিলেন। সেই সময়ে হায়দরাবাদে প্রথম টেস্টে খেলতে পারেননি শোয়েব বশির।
আরও পড়ুন… Ranji Trophy: জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলতে চান যশস্বী জসওয়াল, কী করবেন সরফরাজ খান?
অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোওয়াজা ২০২৩ সালের ভারত সফরে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তবে, ইংল্যান্ড দলের অন্য পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়রা, যেমন রেহান আহমেদ এবং আদিল রশিদ, ভারতীয় ভিসা পেয়েছেন।
সাকিব মাহমুদ ইংল্যান্ডের হয়ে বিভিন্ন ফর্ম্যাট মিলিয়ে ২৯টি ম্যাচ খেলেছেন। কিন্তু ২০২২ সালে টেস্ট অভিষেকের পর তার উন্নতি থেমে যায় একের পর এক নিম্ন-পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে। ২০২৪ সালের হান্ড্রেড ফাইনালে একটি ম্যাচ জেতানো বোলিং স্পেলের মাধ্যমে তিনি ইংল্যান্ডের নির্বাচকদের তার সক্ষমতা মনে করিয়ে দেন, এরপর নভেম্বর মাসে ক্যারিবিয়ান অঞ্চলে ইংল্যান্ডের T20I সিরিজে সিরিজ সেরা খেলোয়াড় হিসেবে মনোনিত হন।
ইংল্যান্ডের টি২০ দল:
জোস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রায়ডেন কার্স, বেন ডকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, ফিল সল্ট, মার্ক উড।