এক সময় পাকিস্তান ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটার হিসাবে পরিচিত ছিলেন আহমেদ শেহজাদ। তারপরে ২০১৯ সালের পর থেকে আর তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। এবার এক মারাত্মক অভিযোগ করে বসলেন তিনি। আহমেদ জানান, দেখতে সুন্দর হওয়ার কারণে তাঁকে পাকিস্তান ড্রেসিংরুমে বারবার সমস্যায় পড়তে হয়েছে। যদিও কারোর নাম করে অভিযোগ করেননি তিনি। সম্প্রতি এক পডকাস্ট শোয়ে গিয়ে এমন অভিযোগ করেন এই পাক ক্রিকেটার। তিনি দাবি করেছিলেন যে পাকিস্তান ক্রিকেটে যখন একজন খেলোয়াড় সুদর্শন হয় এবং বাকিদের তুলনায় তাঁর পোশাক পরার জ্ঞান ভালো থাকে, তখন তিনি সিনিয়র ক্রিকেটারদের অপছন্দের পাত্র হয়ে ওঠেন, যা তার ক্ষেত্রেও হয়েছিল।
আহমেদ শেহজাদ বলেন, ‘ভালো দেখতে হওয়াটাই আমার জীবনে সমস্যার সৃষ্টি করেছিল। আমাদের জগতে, যদি কেউ সুদর্শন হয়, ভালো পোশাক পরে, ভালো কথা বলতে জানে, তাহলে কিছু লোকের ঈর্ষা হবেই। আমি ঠিক এই কারণে পাকিস্তান দলে টার্গেট হয়ে গেছিলাম। আমি নিজের জন্য কোনও সাফাই দিচ্ছি না। কিন্তু আমি এটা জানি যে অনেকেই এমন সমস্যার সম্মুখীন হয়েছে। যদি আপনার ফ্যান তৈরি হয় এবং লোকে প্রশংসা করে, তখন কিছু সিনিয়র খেলোয়াড় যেন সেটা কিছুতেই হজম করতে পারে না।’ আহমেদ জানান, তিনি নিজেকে এই ভাবে গড়ে তোলার পিছনে অনেক কাজ করেছেন। তিনি বলেন, ‘আমি পাকিস্তানের একটা ছোট শহর থেকে উঠে এসেছি। আমার বাড়ি লাহোরের আনারকলিতে। আমি যখন পরিচিতি পেতে শুরু করি, তখন নিজেকে তৈরি করি। নিজের ব্যক্তিত্ব গড়ে তুলি। এটাও তাদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।’
২০১৭ সালে দেশের হয়ে শেষবার ওয়ানডে খেলেছিলেন শেহজাদ। এবং সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন ২০১৯ সালের অক্টোবরে। গত বছর পিএসএলে কোনও ফ্র্যাঞ্চাইজির তাঁকে দলে না নেওয়াকে ‘ইচ্ছাকৃত’ বলে অভিযোগ করেছিলেন। পাকিস্তানের হয়ে ১৩টি টেস্ট খেলেছিলেন তিনি। ৪০.৯১ গড়ে রান করেছিলেন ৯৮২। ৮১টি ওয়ানডেতে, তিনি ৩২.৫৬ গড়ে ২,৬০৫ রান করেছেন। এছাড়াও ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেন পাকিস্তানের হয়ে। সেখানে ২৫.৮০ গড়ে ১,৪৭১ রান করেছেন। একটা সময় বাবার আজমের চেয়ে এগিয়ে রাখা হতো তাঁকে। মনে করা হতো ভবিষ্যতের তারকা হিসাবে। তবে হঠাৎ করেই হারিয়ে যান ক্রিকেট থেকে। মাঝে মধ্যেই যা নিয়ে তিনি সতীর্থদের দিকে আঙ্গুল তোলেন।