ক্রিকেট মাঠে এক অনবদ্য নজির গড়লেন ইংরেজ ক্রিকেটার স্যাম কারানের পরিবার। তাঁর বাবা প্রাক্তন ক্রিকেটার, যদিও তিনি ইংরেজদের হয়ে খেলেননি। খেলেছিলেন অন্য এক দলের হয়ে। এবার ইতিহাসে নাম লেখালো কারান পরিবার। কারণ একই পরিবার থেকে চারজন সদস্য রেকর্ড করেছে বিভিন্ন জাতীয় দলের হয়ে খেলার, যা বিরলতম।
আরও পড়ুন -BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
আগেই স্যাম কারানের বাবা কেভিন কারান জিম্বাবোয়ে দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সেই সময় জিম্বাবোয়ে দলের বেশ জনপ্রিয় নামও ছিলেন তিনি। এরপর ইংরেজ সাম্প্রাজ্যের অংশিদার হন কারান পরিবার। ছেলেরা বড় হয়ে ওঠে। এবং দুই ছেলেই ইংল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করে। শুধু প্রতিনিধিত্ব করাই নয়, তাঁরা বর্তমানে বিশ্ব ক্রিকেটের অত্যন্ত চেনা নাম। কেউ কেউ তো তারকাও বটে।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
ইংল্যান্ডের জার্সিতে টম কারানের আগেই অভিষেক হয়েছিল। তিনি মূলত অলরাউন্ডার হলেও বোলিংয়েই বেশি পারদর্শি। স্রেফ ইংল্যান্ডের হয়ে খেলাই নয়, তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলতে এসেছিলেন। ইংল্যান্ডের নিয়মিত সদস্য না হলেও মাঝে মধ্যেই ডাক পড়ে এই ডানহাতি পেসার অলরাউন্ডারের। তবে তাঁর ভাই স্যাম কারান বিশ্ব ক্রিকেটের তারকা।
আরও পড়ুন- অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
ইংল্যান্ডের বিশ্বজয়ের পিছনে বেশ বড় অবদান ছিল স্যাম কারানের। ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে পেতে ফ্র্যাঞ্চাইজি লিগে বহু দলই টাকার থলি নিয়ে বসে থাকে। এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংস দল তাঁকে নিয়েছে, গতবার খেলেছেন পঞ্জাব কিংসে। অর্থাৎ স্যাম কারান ওডিআই এবং টি২০তে কতটা কুশলি ক্রিকেটার, সেটা সকলেরই জানা। এবার ষোলো কলা পূর্ণ হল তাঁর পরিবারের।
কেভিন কারানের ছেলে, তথা টম কারান এবং স্যাম কারানের ভাই বেন কারানও সুযোগ পেলেন আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। যদিও তিনি বাকি দুই ভাইয়ের মতো ইংল্যান্ডের জার্সিতে খেলার সুযোগ পাননি, কারণ তিনি জিম্বাবোয়ের বাসিন্দা। বেন কারানকে সম্প্রতি জিম্বাবোয়ে জাতীয় দলের হয়ে খেলার জন্য নাম ঘোষণা করা হয়েছে। একই পরিবারের দুই ভাই ক্রিকেটার হয়, কিন্তু বাবা জাতীয় দলের ক্রিকেটার হওয়ার পর নিজের তিন ছেলেই বিভিন্ন দেশের ক্রিকেটার, এমন সচরাচর দেখা যায় না।
তাঁদের বাবা কেভিন কারান প্রয়াত হয়েছেন আগেই, তাই বেন কারানের এই কৃতিত্বে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্যাম কারান। তিনি লিখেছেন, বেন কারান তোমার জন্য গর্বিত। কেউ হাসি মুখেই নিচের দিকে তাকিয়ে রয়েছে।