শুভব্রত মুখার্জি:- ' ডপলগ্যাঙ্গার' অর্থাৎ জীবিত কোন মানুষের অবিকল দেখতে আরো একটি মানুষ। যাকে ইংরেজি পরিভাষায় বলে 'ডপলগ্যাঙ্গার'। কথায় বলে পৃথিবীতে এক দেখতে বেশ অন্ততপক্ষে দুজন মানুষ থাকেন। শুক্রবার ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টে ওল্ড ট্রাফোর্ডে দেখা গেল সেই অভিনব ঘটনা। যেখানে গ্যালারিতে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের মতন অবিকল দেখতে এক ব্যক্তি। স্টোকসের সঙ্গে তাঁর এতটাই মিল যে তাঁর ছবি দেখে অবাক হয়ে যান স্বয়ং স্টোকসও। তাঁর রিঅ্যাকশন ছিল দেখার মতন। যা ইতিমধ্যেই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নিজের 'ডপেলগ্যাঙ্গার'কে দেখার পরে স্টোকসের রিঅ্যাকশন।
আরও পড়ুন-পুত্র সন্তানের জন্মের পর প্রথম উইকেট!বাংলাদেশের হাসানকে ফিরিয়ে সেলিব্রেশন শাহিনের
শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড দুই দলের মধ্যে টানটান উত্তেজনার লড়াই চলছে ওল্ড ট্রাফোর্ডে। এর মাঝেই তৃতীয় দিনে ধরা পড়ল বেশ মজার একটা মুহূর্ত। চলতি টেস্ট ম্যাচে গ্যালারিতে ফের একবার দেখা গেল বেন স্টোকসের 'ডপেলগ্যাঙ্গার'কে। প্রথমদিন মাঠে যখন স্টোকসের 'ডপেলগ্যাঙ্গার' উপস্থিত ছিলেন তখন বেন ছিলেন অনুপস্থিত। তবে তৃতীয় দিন একসঙ্গে দুজনেই উপস্থিতি ছিলেন মাঠে। ঘটনাচক্রে চোটের কারণে এই টেস্টে খেলতে পারছেন না স্টোকস। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি নেই এই টেস্টে। এদিন চোখে কালো রঙের রোদচশমা পড়ে গায়ে কালো রঙের একটি লেদার জ্যাকেট চাপিয়ে মাঠে উপস্থিত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন-৯ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া মুশফিকুরের! প্রথম টেস্টে পাক বোলারদের লজ্জা দিল বাংলাদেশ…
মাঠে থাকা ব্রডকাস্টারদের ক্যামেরা তখন জুম করে ধরে স্টোকসের 'ডপেলগ্যাঙ্গার'কে। ওই ব্যক্তিকে দেখে অবাক হয়ে যান স্টোকস। তাঁর সঙ্গে এতটা সাদৃশ্য যে হবে বা থাকতে পারে তা যে তিনি আশা করেননি তা বুঝিয়ে দিচ্ছিল তাঁর রিঅ্যাকশন। ওই ব্যক্তি এরপর উঠে দাঁড়ান। হাত নাড়িয়ে সবার অভিবাদন গ্রহণ করেন। মাঠে থাকা স্টোকস এরপর থাম্বস আপও দেখান ওই ব্যক্তিকে। তার গায়েও ঘটনাচক্রে পড়া ছিল কালো রঙের একটি জ্যাকেট।যার নিচে তিনি পড়ে এসেছিলেন ইংল্যান্ডের টেস্ট দলের জার্সি।যার পিছনে লেখা রয়েছে ৫৫ নম্বর এবং স্টোকসি।
আরও পড়ুন-ক্রিকেট ছেড়ে ব্যাডমিন্টন কোর্টে মাহি! ফুল ফিট ধোনি খেলবেন আইপিএলে? আসায় ভক্তরা…
এই ৫৫ নম্বর জার্সি পড়েই খেলেন স্টোকস। এরপর জ্যাকেটটি খুলে ওই জার্সিটিও জনসমক্ষে তুলে স্টোকসের অবিকল দেখা ওই লোকটি। নিজের 'ছায়াসঙ্গী'র সঙ্গে এইভাবে সাক্ষাতে যে বেশ মজা পেয়েছেন,বিষয়টি যে তিনি নিজেও উপভোগ করছেন তা ধরা পড়ে তাঁর অভিব্যক্তিতেই।