শুভব্রত মুখার্জি:- চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তন ঘটেছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের। ডারহাম কাউন্টির হয়ে ২২ গজে প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ডারহামের হয়ে তিনি খেলছেন চলতি ম্যাচে। যেখানে দীর্ঘদিন বাদে তাঁকে টানা বোলিং করতে দেখা গিয়েছিল ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংসে।যেখানে দুটি উইকেট নিয়েছিলেন তিনি।এবার দ্বিতীয় ইনিংসে আরো ভালো বোলিং পারফরম্যান্স করতে দেখা গেল তাঁকে। ২০১৮ সালের জুন মাসের পর এই প্রথম কাউন্টিতে এক ইনিংসে পাঁচটি উইকেট নিলেন তিনি।তবে বল হাতে বেন স্টোকসের ভালো পারফরম্যান্সের পরেও ম্যাচের শেষ দিন ম্যাচ বাঁচাতে লড়তে হবে ডারহামকে।
আরও পড়ুন-রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই!
দীর্ঘ দুই বছর পরে প্রথম কাউন্টির ম্যাচ খেলেছেন বেন স্টোকস। আর সেই ম্যাচে বল হাতে তাঁর পারফরম্যান্স বেশ উজ্জ্বল।২০ ওভার বল করেছেন তিনি। দিয়েছেন ৯৮ রান। নিয়েছেন পাঁচটি উইকেট।তবে স্টোকসের ভালো বোলিংয়ের পরেও ম্যাচ বাঁচাতে জোর লড়াই করতে হচ্ছে ডারহামকে। ঘটনাচক্রে প্রাক্তন ডারহাম ক্রিকেটার তথা বর্তমান ল্যাঙ্কাশায়ার ক্রিকেটার কিটন জেনিংসের ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের ফলে বেশ চাপে রয়েছে ডারহাম।
আরও পড়ুন-বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার
হাঁটুর অপারেশনের পরে দীর্ঘদিন পূর্ণ শক্তিতে বোলিং করছিলেন না স্টোকস।তবে এবার তাঁর বোলিং ওয়ার্কলোড বাড়াতেই তিনি আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন এবং কাউন্টি খেলে এই লোড ধীরে ধীরে বাড়াচ্ছেন। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার ফলে তাঁর ম্যাচ ফিগার দাঁড়িয়েছে ৩৮ ওভার বোলিং করে ২ টি মেডেন সহ ১৬৯ রানে ৭ উইকেট।
আরও পড়ুন-জুনিয়র ক্রিকেটে নির্বাচকদের পা ধরিনি, তাই দলে সুযোগ পাইনি… বিস্ফোরক গম্ভীর
২০১২-১৭ সাল পর্যন্ত ডারহামের হয়ে খেলেছিলেন কিটন জেনিংস।তিনি এই ম্যাচের প্রথম ইনিংসে ল্যাঙ্কাশায়ারের হয়ে ১১৫ রান করেন। দ্বিতীয় ইনিংসে করেছেন ১৫৫ রান। দ্বিতীয় ইনিংসে তাঁকে আউট করেন বেন স্টোকস। ৯ উইকেটে ৩৫৩ রান করে ডিক্লেয়ার দেয় ল্যাঙ্কাশায়ার। ফলে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৭৫ রান।দিনের শেষে জবাবে ডারহামের রান তিন উইকেটে ১৩৪ । ফলে শেষ দিনেও ম্যাচ বাঁচাতে তাদের জোরদার লড়াই করতে হবে। ডেভিড বেডিংহ্যাম ৩১ রানে অপরাজিত রয়েছেন। এখন ও ব্যাটে নামেননি স্টোকস। শেষ দিনে ডারহামের ৩৪১ রান করে ম্যাচ জেতাটা খুব কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।