মাত্র কয়েকদিন আগের ঘটনা। ইংল্যান্ডের তরফে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করা হয়েছিল। সেই দলে রাখা হয়নি ইংরেজদের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে। অথচ তিনিই কয়েক মাস আগে নিজে থেকে ইচ্ছাপ্রকাশ করেছিলেন ফের জাতীয় দলের জার্সিতে সিমিত ওভারের ক্রিকেটে খেলার। জো রুট ফিরলেও ওডিআই দলে ফেরেননি স্টোকস।
আরও পড়ুন- নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
ইংল্যান্ড দলে ছিলেন না স্টোকস-
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যে দল প্রকাশ করেছিল ভারতের বিপক্ষে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, সেই স্কোয়াডে স্টোকস না থাকতেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি চোট রয়েছে স্টোকসের। সেই আশঙ্কায় সত্যি হল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিংয়ে চোটের জন্যই তাঁকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আর দেখতে পাওয়া যাবে না, গোটা মরশুমই বাইরে থাকতে হতে পারে।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
তিন মাস মাঠের বাইরে স্টোকস-
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে সোমবারই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল স্রেফ ভারতের বিপক্ষে ওডিআই সিরিজ আর চ্যাম্পিয়নস ট্রফিই নয়, আগামী তিন মাস কোনওরকমের ক্রিকেটেই নামতে পারবেন না ইংল্যান্ডের দীর্ঘ সময়ের অধিনায়ক। তাঁর বা পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। হ্যামিলটন টেস্টে ইংল্যান্ডের হারের দিনেই স্টোকসের চোট লাগে।
জানুয়ারিতে অস্ত্রোপচার হবে -
জানা গেছে এই চোটের জন্য ইংল্যান্ড অধিনায়ককে যেতে হবে ছুড়ি কাঁচির তলা দিয়ে। জানুয়ারিতেই পায়ে অস্ত্রোপচার হবে এই তারকা ক্রিকেটারের। এরপর কমপক্ষে তিনি মাস তিনি মাঠের বাইরে থাকবেন, তারপর ফিট হয়ে ফের মাঠে ফিরবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। সেক্ষেত্রে সিমিত ওভারের সিরিজে ভারতের বিপক্ষে খেলতে না পারলেও আগামী বছরের মাঝামাঝিতে টেস্ট সিরিজে খেলতে পারবেন তিনি।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে চেয়েছিলেন-
এমনিতে বেন স্টোকস সিমিত ওভারের ক্রিকেট তেমন খেলেননা। কিন্তু টি২০ বিশ্বকাপের আগে এবং পরে দুবার স্টোকস জানিয়েছিলেন, ব্রেন্ডন ম্যাকালাম যদি তাঁকে দলে চান সিমিত ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাহলে তিনি খেলতে রাজি। অর্থাৎ ঘুরিয়ে তিনি নিজের ইচ্ছার কথাই জানিয়েছিলেন। ম্যাকালাম হয়ত তাঁকে দলে রেখেও দিতেন, কিন্তু চোটের জেরে তাঁর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরা হল না।