শুভব্রত মুখার্জি:- দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগকে একেবারে ঢেলে সাজানো হয়েছে। নতুনভাবে শেষ কয়েক মরশুম ধরে SA20 নামে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই লিগ। আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি রয়েছে এই লিগে। তাদের মধ্যে অন্যতম মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানাধীন এমআই কেপটাউন ফ্র্যাঞ্চাইজি। আসন্ন ২০২৫ সালের এসএ২০'র জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজির মতন ঘর গোছাতে শুরু করেছে তারাও। যা শোনা যাচ্ছে তাতে 'ব্যাজবলের' অন্যতম আবিষ্কারক তথা লাল বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস আগামী মরশুমে খেলতে পারেন কেপ টাউনে। তাঁর সঙ্গে নাকি ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির একপ্রস্থ কথাও হয়ে গিয়েছে। যদিও সামনের বছর যখন এই এসএ২০'র সময়ে ইংল্যান্ড ভারত সফরে আসছে। তবে সেই সময়ে তারা টি-২০ সিরিজ খেলবে। কোন টেস্ট সিরিজ নেই ইংল্যান্ডের। ফলে বেন স্টোকসকে পাওয়া নিয়ে সমস্যা নেই।
আরও পড়ুন… প্রথমেই সূর্যের কথা বলেননি গম্ভীর, হার্দিক ক্যাপ্টেন না হওয়ার পিছনে রয়েছে এক অন্য গল্প
বেন স্টোকসের টেস্ট দলের আরেক সতীর্থ জো রুট ও আসন্ন মরশুমে খেলবেন এসএ২০ লিগে। তিনি খেলবেন পার্ল রয়্যালস দলের হয়ে। ঘটনাচক্রে এই দলের মালিকানা রয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হাতে। আসন্ন মরশুম এই লিগের তৃতীয় মরশুম। বেন স্টোকস তাঁর হাঁটুর অপারেশনের পরে সাদা বলের ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি এই মুহূর্তে ফোকাস করেছেন লাল বলের ক্রিকেটে।তবে শোনা যাচ্ছে এমআই কেপটাউনের তরফে বিরাট অঙ্কের টাকা অফার করা হয়েছে বেন স্টোকসকে। বেন স্টোকস ২০২৪ সালের আইপিএল এমনকি টি-২০ বিশ্বকাপে ও খেলেননি লাল বলের ক্রিকেটে তাঁর কেরিয়ার দীর্ঘায়িত করতে। ২০২৩ সালে হঠাৎ করেই অবসর ভেঙে ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন বেন স্টোকস। তবে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি।তবে এই বিশ্বকাপের পরপরেই তাঁকে ফের একবার হাঁটুর অপারেশন করাতে হয়েছিল।
বেন স্টোকস শেষবার সাদা বলের ফর্ম্যাটে খেলেছেন ২০২৩ সালে। ওডিআই বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি এখন পর্যন্ত তাঁর সাদা বলের ফর্ম্যাটে খেলা শেষ ম্যাচ। শোনা যাচ্ছে বেন স্টোকসকে ইতিমধ্যেই এম আই কেপটাউনের তরফে ৮ কোটি ৬০ লক্ষ টাকার বিপুল অঙ্কের টাকা অফার করা হয়েছে। ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে এসএ২০'র। ৮ ফেব্রুয়ারি ২০২৫ এই টুর্নামেন্ট শেষ হওয়ার কথা রয়েছে। এখন দেখার বেন স্টোকস এই অফার গ্রহন করেন কিনা। করে তিনি ফের সাদা বলের ফর্ম্যাটে ফিরে আসেন কিনা! যদি তিনি ফিরে আসেন তাহলে তা এই ফর্ম্যাটের ক্রিকেটের জন্য খুব বড় বিষয় হবে। কারণ ২০১৯ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২২ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল বেন স্টোকসের।