সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বিহারকে উড়িয়ে দিল বাংলা দল। ৯ উইকেটে দুরন্ত জয় পেল বাংলা দল। করণ লালের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে বিহারকে কার্যত উড়িয়ে দিল বঙ্গ ব্রিগেড। মহম্মদ শামি ভালো বোলিং করলেন। তবে সব লাইমলাইটই কেড়ে নিলেন ওপেনার করণ লাল। ধারাবাহিকভাবেই সৈয়ক মুস্তাক আলি প্রতিযোগিতায় পারফরমেন্স করে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
সহজ জয় বাংলার-
বাংলার বিরুদ্ধে বিহার প্রথমে ব্যাট করতে আসে। টস জেতায় বাংলা অধিনায়ক সুদীপ ঘরামি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এরপর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বিহার, যা টি২০তে খুব খারাপও নয়। কিন্তু বাংলার ব্যাটাররা ম্যাচটা এতটাই সহজে বের করে নিল, যে মনে হল এটা কোনও টার্গেটই ছিল না বোধহয়।
শামির ভালো বোলিং-
বিহারের ওপেনার সাকিবুল গানি ৫৬ বলে ৭৯ রান করেন। তবে তিনি রান আউট হন। আর তাঁদের কোনও ব্যাটারই সেভাবে রান করতে পারেননি। বাংলার বোলাররা তুলনায় ভালোই বোলিং করেন। নজর কাড়েন মহম্মদ শামি। ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট তুলে নেন শামি। বাংলার সায়ন ঘোষ ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন প্রয়াস রায় বর্মণ এবং স্পিনার শাহবাজ আহমেদ। তাতেই ১৪৭ রান পর্যন্ত যায় বিহার।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
করণ লালের দুরন্ত ৯৪ রানের ইনিংস-
জবাবে ব্যাট করতে নেমে বিহারের বোলারদের ওপর কার্যত ঝড় চালিয়ে দেন বাংলার ওপেনার করণ লাল। তিনি ৪৭ বলে ৯৪ রান করেন। অপরাজিত এই ইনিংসের পর তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়ল। একটুর জন্য শতরান হাতছাড়া হল তাঁর। ইনিংস সাজানো ছিল ৬টি ছয় এবং ৯টি চারে। আরেক ওপেনার অভিষেক পোড়েল ১০ বলে ১৯ রান করে আউট হন। অধিনায়ক সুদীপ ঘরামি ২৭ বলে ৩২ রান করে শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
বৃহস্পতিবার বাংলার সামনে রাজস্থান-
এই জয়ের ফলে নিজেদের গ্রুপে ভালো জায়গাতেই রইল বাংলা দল। এরপর বৃহস্পতিবারও রয়েছে বাংলার মাস্ট উইন ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। এ গ্রুপে বাংলা এখন দ্বিতীয় স্থানে। ৬ ম্যাচে বাংলার হয়েন্ট ২০। রাজস্থান ১ নম্বরে রয়েছে, তাঁদের পয়েন্ট ৫ ম্যাচে ২০। ফলে রাজস্থানকে শেষ ম্যাচে হারাতে পারলেই বাংলা দল বেশ খানিকটা সুবিধা পেয়ে যাবে। তিন নম্বরে রয়েছে ৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মধ্যপ্রদেশ। ফলে শেষ ম্যাচ অভিষেক পোড়েলদের কাছে কঠিন হলেও, কার্যত মাস্ট উইন।