বাংলা বনাম বিহার ম্যাচে একটি বলও গড়ায়নি কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকেডমির মাঠে। ফলে যা হওয়ার তাই হয়েছে। দুর্বল বিহারের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলতে পারলে অনেকটাই এগিয়ে যেতে পারত বাংলা দল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে সিএবির বদান্যতায়। কারণ ম্যাচ পরিচালনা এবং মাঠ পরিচর্যা, আখেরে সব দায়িত্বই যে সিএবিরই ওপর রয়েছে।
এমনিতেই গতবার রঞ্জি ট্রফিতে চূড়ান্ত ব্য়র্থ হয় লক্ষ্মীরতন শুক্লদের বাংলা দল। যদিও কোচ হিসেবে তাঁর ওপরই ভরসা রেখেছে সিএবি। এবারে প্রথম ম্যাচেই উত্তর প্রদেশের বিরুদ্ধে এগিয়ে থেকে রঞ্জি অভিযানের শুরুটা ভালো করেছিল বাংলা, কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই ধাক্কা খায় তাঁরা। কারণ একটি বলও না গড়ানোয়, ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পায় অনুষ্টুপ মজুমদারের দল। এবার এই নিয়েই বড় সিদ্ধান্ত নিল বঙ্গ ক্রিকেট সংস্থা।
কল্যাণী থেকে ম্যাচ সরল কলকাতায়-
২৬ অক্টোবর থেকে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠেই হওয়ার কথা ছিল কেরল বনাম বাংলা ম্যাচ। কিন্তু সেই ম্যাচই তড়িঘড়ি সরিয়ে দেওয়া হল। এবার এই ম্যাচ হবে কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে হবে এই ম্যাচ। এখানকার পরিকাঠামো এবং মাঠ, দুই বেশ ভালো। তাই খেলা হওয়ার আশা রাখছে দুই দলই।
ডানা ঘুর্ণীঝড়ের ভ্রুকুটি থাকছেই-
২৬ তারিখ থেকে ম্যাচ হওয়ার কথা থাকলেও তাঁর একদিন আগেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। ডানা ঘূর্ণীঝড়ের কারণে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, তাই কলকাতায় ম্যাচ হলেও পুরো চার দিনই খেলা হবে কিনা সেই নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
যাদবপুর ক্যাম্পাসের মাঠ তুলনায় ভালো-
যদিও বেঙ্গল ক্রিকেট অ্যাডেমির মাঠের মতো খেলার পরিণতি হবে না বলেই মনে করছে সিএবি। কারণ কল্যাণীতে বোলারদের রান আপের জায়গায় বৃষ্টির জল জমে গেছিল। সেখানে যদি খেলা হত, আর আবারও বৃষ্টি হত তাহলে সেই একই পরিণতি হওয়ার সম্ভাবনা ছিল। সেদিক থেকে সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে খেলা হলে, দ্রুত সুপার সপার দিয়ে মাঠ শুকিয়ে ম্যাচ আয়োজন করার ব্যাপারে আশাবাদী আয়োজক সংস্থা সিএবি।
রঞ্জিতে কঠিন লড়াই বাংলার-
প্রসঙ্গত এবারে রঞ্জিতে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে পয়েন্ট পেলেও কেরল, কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো শক্তিশালী দলের সঙ্গেও খেলা রয়েছে অনুষ্টুপ মজুমদারদের। আরও সমস্যার বিষয় হল, যখন কর্ণাটক এবং মধ্যপ্রদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে যাবে বাংলা দল, তখন অভিষেক পোড়েল, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণদের পাওয়া যাবে না।