বাংলা নিউজ > ক্রিকেট > Bengal Cricketer Death: অধরা থেকে গেল রঞ্জি খেলার স্বপ্ন, অকালে প্রাণ হারালেন বাংলার তরুণ ক্রিকেটার

Bengal Cricketer Death: অধরা থেকে গেল রঞ্জি খেলার স্বপ্ন, অকালে প্রাণ হারালেন বাংলার তরুণ ক্রিকেটার

অকালে প্রাণ হারালেন বাংলার তরুণ ক্রিকেটার (ছবি-ফেসবুক)

মাত্র ২৮ বয়সে প্রাণ হারালেন বাংলার তরুণ ক্রিকেটার। ব্যাট হাতে একটু একটু করে নিজেকে ক্রমশ তৈরি করছিলেন। তাঁর স্বপ্ন ছিল একদিন বাংলা হয়ে খেলবেন। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল বাংলার প্রতিভাবান ক্রিকেটার আসিফ হোসেনের।

সোমবার, ৩০ সেপ্টেম্বর বাংলার সিনিয়র দলের প্রস্তুতিপর্ব সবে শুরু হয়েছিল। তবে সেই সময়ে লক্ষ্মীরতন শুক্ল তাঁর দলের ক্রিকেটার ও সকল সাপোর্টিং স্টাফদের নিয়ে মাঠে মাঠে নীচু করে দাঁড়িয়েছিলেন। আসলে অনুশীলন শুরু করার আগে এক মিনিট নীরবতা পালন করেন বাংলার ক্রিকেটাররা। ২২ গজের দুই ধারে দাঁড়িয়ে মাথা নীচু করে ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়েছিলেন তাঁরা। এর কারণ হল প্রয়াত ক্রিকেটারের উদ্দেশে সম্মান জানাতে তারা এমনটা করেছিলেন।

মাত্র ২৮ বয়সে প্রাণ হারালেন বাংলার তরুণ ক্রিকেটার। ব্যাট হাতে একটু একটু করে নিজেকে ক্রমশ তৈরি করছিলেন। তাঁর স্বপ্ন ছিল একদিন বাংলা হয়ে খেলবেন। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল বাংলার প্রতিভাবান ক্রিকেটার আসিফ হোসেনের। মর্মান্তিক দুর্ঘটনায় অকালে প্রয়াত হলেন উঠতি ক্রিকেটার হাওড়ার আসিফ। কলকাতা ময়দানের ক্রিকেট বৃত্তে এক পরিচিত নাম ছিল আসিফ হোসেন। জানা গিয়েছে, বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন আসিফ। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে, পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার পর হাসপাতালে নিয়ে আসতে নাকি একটু দেরিই হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল। ময়দানে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুন… IND vs BAN: শাকিবের শেষ টেস্ট ম্যাচ? সেই কারণেই কি বাংলাদেশের অলরাউন্ডারকে বিশেষ উপহার দিলেন কোহলি?

শুধু বাংলা ক্রিকেট দল নয়, গোটা বাংলার ক্রিকেট ময়দানে শোকের ছায়া দেখা গিয়েছে। আসলে সোমবার, ৩০ সেপ্টেম্বর ২৮ বছর বয়সি তরুণ ক্রিকেটার এসকে আসিফ হোসেন প্রয়াত হন। সেই ক্রিকেটারকে সম্মান জানাতেই লক্ষ্মীরতন শুক্লরা অনুশীলন শুরুর আগে নীরবতা পালন করে। সোমবার হঠাৎই ময়দানের উঠতি ক্রিকেটার আসিফ হোসেনের মৃত্যুর খবর আসে। এরপরেই বাংলার ময়দান শোকাহত হয়ে যায়। তাঁর মৃত্যু খবরে সকলেই অবাক হয়ে যান।

আরও পড়ুন… IPL 2025: ধোনি কি আদৌ আনক্যাপড প্লেয়ার হিসাবে খেলবেন? কী বললেন CSK-র সিইও কাশী বিশ্বনাথন

আসিফ হোসেনের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন আসিফ। চোট পাওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে আসিফকে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে হাসাপাতালে নিয়ে যাওয়া হলেই সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন… IND vs BAN 2nd Test: মাত্র ৩১২ বল ব্যাট করেই ম্যাচ জিতল ভারত! টেস্টে অনন্য নজির গড়ল রোহিতের টিম ইন্ডিয়া

আসন্ন মরশুমে স্পোর্টিং ইউনিয়নে সই করেছিলেন আসিফ হোসেন। অতীতে টাউন, এরিয়ানের মতো ক্লাবেও খেলেছিলেন তিনি। বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়েও খেলেছেন আসিফ হোসেন। বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টেও নজর কেড়েছিলেন এই ক্রিকেটার। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৫৭ বলে ৯৯ রানের ঝোড়ো ইনিংস। এমন এক প্রতিভাবান ক্রিকেটারের মৃত্যু যে বঙ্গ ক্রিকেটের ক্ষেত্রে হৃদয়বিদারক, তা বলাই যায়।

ক্রিকেট খবর

Latest News

ওপেনিং তো করবেন সঞ্জু… রবিবারই কি অভিষেক মায়াঙ্কের? খোলসা করলেন অধিনায়ক সূর্য… Shark Tank-এ বিজ্ঞাপন দিতে শর্ত সুইগির! ‘শার্ক’ হিসেবে চাকরি গেল জোম্যাটোর সিইওর ক্যানসার থেকে ইএনটি- ‘আমরণ অনশনকারী’ ৬ জুনিয়র ডাক্তার আসলে কারা? কেমন আছে শরীর? কেন মোতি মসজিদে নমাজ পড়তে গেল না বাংলাদেশের টিম? কী বলছে গোয়ালিয়র পুলিশ? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.