এবারের যুব এশিয়া কাপে ভারতের দুরন্ত লড়াইয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলার ছেলে যুধাজির গুহ। ১৮ বছরের ডানহাতি এই মিডিয়াম পেসার আগাগোড়া অত্যন্ত কৃপণ বোলিংয়ের পাশাপাশি পাল্লা দিয়ে উইকেট তোলেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম লিগ ম্যাচ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল পর্যন্ত সব ম্যাচে উইকেট পান যুধাজিৎ। একটি ম্যাচেও খালি হাতে মাঠ ছাড়েননি তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম লিগ ম্যাচে যুধাজিৎ-এর পারফর্ম্যান্স
দুবাই ইন্টারন্য়াশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে যুব এশিয়া কাপের প্রথম লিগ ম্যাচে ১০ ওভারের বোলিং কোটায় ১টি মেডেন-সহ ৪৬ রান খরচ করেন যুধাজিৎ। তুলে নেন ১টি উইকেট। অর্থাৎ, ওভার প্রতি ৪.৬০ রান খরচ করেন যুধাজিৎ।
জাপানের বিরুদ্ধে দ্বিতীয় লিগ ম্যাচে যুধাজিৎ-এর পারফর্ম্যান্স
শারজায় জাপানের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় লিগ ম্যাচে ৭ ওভারের বেশি বল করার দরকার পড়েনি যুধাজিৎ-এর। সেই ৭ ওভারের মধ্যে ৩ ওভারে কোনও রান খরচ করেননি বাংলার উঠতি পেসার। তিনি মাত্র ৯ রান খরচ করে সংগ্রহ করেন ১টি উইকেট। অর্থাৎ, ওভার প্রতি মাত্র ১.২৮ রান খরচ করেন যুধাজিৎ।
আমিরশাহির বিরুদ্ধে তৃতীয় লিগ ম্যাচে যুধাজিৎ-এর পারফর্ম্যান্স
শারজায় আমিরশাহির বিরুদ্ধে তৃতীয় তথা শেষ লিগ ম্যাচে যুধাজিৎ ৭ ওভার বল করেন। কোনও মেডেন না নিলেও মোটে ১৫ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন তিনি। টুর্নামেন্টে এটিই তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স। সেই ম্যাচে যুধাজিৎ-এর ইকনমি রেট ২.১৪।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে যুধাজিৎ-এর পারফর্ম্যান্স
শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে যুধাজিৎ ৭.২ ওভার বল করেন। ১টি মেডেন-সহ মাত্র ১৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন তিনি। অর্থাৎ, সেমিফাইনালে ওভার প্রতি ২.৫৯ রান খরচ করেন বাংলার পেসার।
বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালে যুধাজিৎ-এর পারফর্ম্যান্স
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালে যুধাজিৎ ৯.১ ওভার বল করেন। তিনি ১টি মেডেন-সহ মাত্র ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ফাইনালে যুধাজিৎ ওভার প্রতি ৩.১৬ রান খরচ করেন।
সব মিলিয়ে এবারের যুব এশিয়া কাপের ৫ ম্যাচে ভারতের হয়ে সব থেকে বেশি ৪০.৩ ওভার বল করেছেন যুধাজিৎ গুহ। সব থেকে বেশি ৬টি মেডেন ওভার নিয়েছেন তিনি। ১১৮ রান খরচ করে সংগ্রহ করেছেন ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি উইকেট। একমাত্র চেতন শর্মা (৯টি) যুধাজিৎ-এর থেকে বেশি উইকেট নিয়েছেন। তবে যুধাজিৎ দলের হয়ে সব থেকে কৃপণ বোলিং করেছেন। তাঁর ইকনমি রেট (২.৯১) সব থেকে ভালো।