প্রথম ২ রাউন্ডের জন্য বাংলার রঞ্জি ট্রফির দল ঘোষণা করা হল শুক্রবার। প্রত্যাশা মতো অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হল অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারকে। এছাড়াও দলে রয়েছেন ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটার। অন্যদিকে প্রথম দল থেকে বাদ পড়েছেন ইশান পোড়েল। ফর্মের ধারেকাছে না থাকায় এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন তিনি।রঞ্জির প্রথম ২ রাউন্ডে ভারতের তারকা পেসার মহম্মদ শামিকে পাওয়া এক প্রকার অসম্ভব জেনেই তাঁকে দলে রাখা হয়নি। চোট সারিয়ে উঠে ফের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে নতুন করে গোড়ালিতে চোট পান। কিন্তু শুক্রবার প্রকাশিত এক ভিডিয়োতে তাঁকে শারীরিক কসরত করতে দেখা গেছে। এমনও মনে করা হচ্ছে তাঁকে নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলে ডাকা হতে পারে।
জাতীয় দলের এখন নিয়মিত সদস্য আকাশদীপ। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের পর নজর কেড়েছেন সকলের। সুযোগ পেয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও। সেখানেও বল হাতে দুরন্ত পারফরম্যান্স তাঁর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি যে ভারতীয় দলে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁকে বাংলার প্রথম দলে রাখা হয়েছে আপাতত। যদি জাতীয় দলে সুযোগ পান সে ক্ষেত্রে তাঁকে রঞ্জি ট্রফিতে পাওয়া যাবে না। একই ভাবে দলে রাখা হয়েছে দলীপ ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করা অভিমন্যু ইশ্বরণকে। যদি তিনিও ভারতীয় দলে ডাক পান সেক্ষত্রে তাঁকেও পাওয়া মুশকিল। একই কথা প্রযোজ্য মুকেশ কুমারের ক্ষেত্রেও।
এবার অভিজ্ঞতার পাশাপাশি নতুনদেরও বাংলার দলে সুযোগ দেওয়া হয়েছে। নাম রয়েছে অভিলীন ঘোষ, ঋষভ বিবেক, রোহিত কুমারের। সুযোগ পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার যুধাজিৎ গুহ। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে নজর কেড়েছেন তিনি। আগামী ১১ অক্টোবর থেকে রঞ্জি ট্রফির অভিযান শুরু করবে বাংলা। প্রথম ম্যাচে প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। দ্বিতীয় ম্যাচ রয়েছে ১৮ অক্টোবর, প্রতিপক্ষ বিহার।
বাংলার রঞ্জি দল: অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ইশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), ঋত্বিক চট্টোপাধ্যায়, অভিলীন ঘোষ, শুভম দে, আকাশদীপ, মুকেশ কুমার, সূরয সিন্ধু জসওয়াল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, যুধাজিৎ গুহ, রোহিত কুমার ও ঋষভ বিবেক। স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন সৌম্যদীপ মণ্ডল, গীত পুরি, সুমিত মোহান্ত, প্রীতম চক্রবর্তী, অনন্ত সাহা ও ইশান পোড়েল।