ঘরোয়া ক্রিকেটে চলতি মরশুমে যেন স্বপ্নের ফর্মে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। দলীপ ট্রফি, ইরানি ট্রফির পর এবার রঞ্জি ট্রফিতেও নিজের দুরন্ত ছন্দ বজায় রাখলেন এই ওপেনার। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের আগে নির্বাচকদের কাজও কঠিন করে দিলেন তিনি। বাংলার হয়ে উত্তর প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করলেন এই ওপেনার। লাঞ্চ পর্যন্ত বাংলার স্কোর ৩ উইকেটে ২৫৪। ১২৭ রানে অপরাজিত রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, ৬ রানে সঙ্গে রয়েছেন ঋত্বিক চ্যাটার্জি।
অল্পের জন্য একই ম্যাচে দ্বিতীয় শতরানের সুযোগ মিস…
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরানে হাতছানি ছিল বাংলায় প্রত্যাবর্তন করা সুদীপ চট্টোপাধ্যায়ের কাছে। এর থেকে ভালো কামব্যাক হয়ত আর হতেই পারত না। কিন্তু ৯৩ রানের মাথায় দিয়ে, সৌরভ কুমারের বলে এলবিডাব্লু আউট হয়ে যান সুদীপ চ্যাটার্জি। শতরান থেকে ৭ রান দূরেই থেমে যায় তাঁর অসাধারণ ইনিংস। প্রথম ইনিংসে ১১৬ রান করেছিলেন এই বাঁহাতি ওপেনার। তবে অভিমন্যু ঈশ্বরণ শতরান করলেন।
আরও পড়ুন-নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার…
ওপেনিং পার্টনারশিপে দ্বিতীয় ইনিংসে ২১২ রান তোলে বাংলার সুদীপ চট্টোপাধ্য়ায় এবং অভিমন্যু ঈশ্বরণ। আগেই বাংলা দলের কার্যত তিন পয়েন্ট নিশ্চিত হয়ে গেছিল, প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে। চতুর্থ দিনে তাই উত্তরপ্রদেশকে খেলায় ফিরতে গেলে বোলারদের অবিশ্বাস্য কিছু করে দেখাতে হত। সেটা অবশ্য তাঁরা পারলেন না। তবে দ্বিতীয় দিনে লাঞ্চের আগে সাময়িক ধাক্কা তাঁরা দিয়ে গেলেন বাংলা দলকে।
আরও পড়ুন-‘স্পেনে শেষ ম্যাচ দেখতে যাব, রাফার জন্য আমার সেরাটা বেরিয়ে এসেছে’, পোস্ট জোকারের
বাজে শট খেলে আউট অভিষেক…
২১২ রানে বাংলার প্রথম উইকেট পরে, সুদীপ চ্যাটার্জি সাজঘরে ফেরেন। এরপর ব্যক্তিগত ২০ রানের মাথায় ভিপরাজ নিগমের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন টপ অর্ডার ব্যাটার সুদীপ ঘরামি। প্রথম বলে খেলতে নেমেই এবার বাংলা দলকে হতাশ করেন উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পোড়েল। তিনিও শিকার হন ভিপরাজ নিগমের বলেই। সুদীপ ঘরামি এবং অভিষেক পোড়েল, দুই ক্রিকেটারই যশ দয়ালের হাতে ধরা দেন। এক্ষেত্রে অভিষেক পোড়েল নেমেই প্রথম বলে কার্যত ছয় মারতে গেলেন, এমন টেম্পারমেন্ট যে টেস্ট ক্রিকেটে চলে না, সেটা তরুণ এই ক্রিকেটারকে বোঝানোর দায়িত্ব নিতে হবে কোচকে।
আরও পড়ুন-‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত…
তিন পয়েন্ট প্রায় নিশ্চিত বাংলার…
এই মূহূর্তে যা পরিস্থিতি, তাতে বড় সড় কোনও অঘটন না ঘটলে বাংলায় তিন পয়েন্ট আসছেই। কারণ এই ম্যাচে রেজাল্ট পেতে গেলে বাংলাকে অলআউট করার পর, সেই রানের লক্ষ্যমাত্রায় অল্প সময়ের মধ্যেই পৌঁছাতে হবে উত্তর প্রদেশকে। এই মূহূর্তে খেলার যা গতি প্রকৃতি, তাতে তেমন অবিশ্বাস্য কিছু ঘটার সম্ভবনা কমই।