রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ঠাট্টা করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। আসলে এই ঘটনাটি রবিচন্দ্রন অশ্বিনের আউটের সঙ্গে জড়িত। অশ্বিন আউট হওয়ার আগে তাঁর রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে অবাক হয়েছিলেন ভন। সেই সিদ্ধান্তকে নিয়েই মজা করেন তিনি।
কী হয়েছিল সেই ঘটনা-
ম্যাচে প্রথ্ম ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময়ে ৩৯তম ওভারটি বল করতে এসেছিলেন মিচেল স্টার্ক। ওভারের দ্বিতীয় বলেই ওশ্বিনের বিরুদ্ধে দারুণ একটি ইয়র্ক বল করেন স্টার্ক। সেই বল পুরোপুরি মিস করেছিলেন অশ্বিন। বলটি গিয়ে প্যাডে লাগে। এই সময়ে আউটের আবেদন ওঠে, যা দেখে আম্পায়ারও আউট দিয়ে দেন। এরপরে অশ্বিন হয়তো এই আউট নিয়ে খুশি ছিলেন না। হয়তো তিনি যে স্টান্ট নিয়েছিলেন সেটার সঙ্গে বলের দিককে বুঝতে পারেননি তিনি। অশ্বিন ভেবেছিলেন হয়তো বলটি বাইরে চলে যাবে। সেই কারণেই রিভিউ নেন অশ্বিন।
রিভিউ-তে কী পাওয়া যায়-
রিভিউ নেওয়ার আগে নীতীশ রেড্ডির সঙ্গে আলোচনা করেন অশ্বিন। শেষ পর্যন্ত তিনি রিভিউ নেন। এই সময়ে দেখা যায় স্টার্কের বলটি একেবারে উইকেটে হিট করছে। যা দেখে আম্পায়ার তাঁকে আউট দেন। অশ্বিন যখন মাঠ ছাড়ছিলেন তার আগে থেকেই এই রিভিউ-র সমালোচনা করছিলেন মাইকেল ভন।
কী বললেন মাইকেল ভন-
মাইকেল ভন বলেন, ‘আমি রোহিত শর্মাকে রিভিউ না নিয়েই হাঁটতে দেখেছিলাম। এটি আমার দেখা সেরা রিভিউ গুলির মধ্যে একটি। এটা হয়তো নীচে যাচ্ছিল। তাই তিনি এটিকে কয়েক ইঞ্চি মিস করেছেন।’ ক্রিকেট লেখক ব্রাইডন কভারডেলও অশ্বিনের এই রিভিউর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘অশ্বিনের কাছ থেকে পাওয়া এটি সবচেয়ে খারাপ রিভিউ।’
আরও পড়ুন… ভিডিয়ো: হঠাৎ নিভে গেল আলো, বন্ধ হল খেলা! অ্যাডিলেড ওভালের এ কি অবস্থা? বিরক্ত হর্ষিত রানা
এদিন কত স্কোর করেছিলেন অশ্বিন-
অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টের প্রথম ইনিংসে যেখানে যশস্বী জয়সওয়াল, রোহত শর্মা, বিরাট কোহলিরা ফ্লপ করেছিলেন সেখানে ব্যাট হাতে ২২ বলে ২২ রানের ইনিংস খেলেছিলেন অশ্বিন। এই সময়ে তিনি তিনটি চারও মেরে ছিলেন। ১০০ স্ট্রাইক রেটে নীতীশ রেড্ডির সঙ্গে ৪২ রানের জুটি গড়েন। এরপরেই ভারতীয় দলের ১৪১ রানের মাথায় আউট হন অশ্বিন এবং ভারতীয় দল১৮০ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন… ভিডিয়ো: এক ওভারে ৩১ রান! এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে, ফের ব্যাট হাতে ঝড় তুললেন ১৩ বছরের বৈভব
প্রথম দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া-
অ্যাডিলেড টেস্টের প্রথম দিনেই কঠিন লড়াইয়ের মুখে পড়েছিল ভারত। প্রথম দিনের শেষে ম্যাচে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। টস টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা জিতলেও, টসের ভাগ্যকে কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়ার ব্যাটাররা। তাদের আশায় জল ঢেলে দিয়েছে অস্ট্রেলিয়ার বোলাররা। বিশেষকরে মিচেল স্টার্ক। প্রথম দিনে দুর্দান্ত বোলিং করে ক্যাঙ্গারু দল ভারতীয় দলকে ছোট স্কোরে আটকে দিয়েছে তারা। স্বাগতিক দল ভারতকে ব্যাটিংয়েও চ্যালেঞ্জ দিয়েছে, এখন দেখার বিষয় হবে দ্বিতীয় দিনে ম্যাচের ধারা বদলায় কি না।