ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বর্ডার গাভাসকর ট্রফি ২০২৪-২৫-তে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ভারতের তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন টিম ইন্ডিয়ার তরুণ অলরাউন্ডার। তিনি মেলবোর্নে চতুর্থ টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।
ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ থেকে পাওয়া অভিজ্ঞতার কথা জানালেন নীতীশ-
দেশে ফিরে দারুণ এক অভ্যর্থনা পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। এরপরে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নীতীশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়াতে তাঁর অভিজ্ঞতার কথা লেখেন। তিনি জানান, গত দুই মাস তাঁর কাছে শেখার একটা বড় সুযোগ ছিল। এই সিরিজের পরে একজন খেলোয়াড় এবং একজন ব্যক্তি হিসেবে তিনি বেড়ে উঠেছেন।
আরও পড়ুন… BCCI-র নতুন সচিবের নাম ঘোষণা, জয় শাহের জায়গায় অসমের অভিজ্ঞ কর্তা, খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট
ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সাফল্য পেতে চান নীতীশ কুমার রেড্ডি-
এই সময়ে নীতীশ রেড্ডি তাঁর ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, টিম ইন্ডিয়া এই সিরিজ ৩-১ হারলেও দারুণ ভাবে ফিরে আসব। টিম ইন্ডিয়া যে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে সেটা বিশ্বাস করেন নীতীশ কুমার রেড্ডি। নীতীশ কুমারের এই আত্মবিশ্বাসই টিম ইন্ডিয়ার ভবিষ্যত ভাবনাকে তুলে ধরে। তাঁর আশাবাদী মনোভাব দলের মানসিকতাকে প্রতিফলিত করে।
নিজের সোশ্যাল মিডিয়াতে কী লিখেছেন নীতীশ কুমার রেড্ডি-
নীতীশ কুমার রেড্ডি নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘একটা সময়ে অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ দেখার জন্য অ্যালার্ম সেট করতাম, সেখান থেকে শুরু করে অস্ট্রেলিয়ার উপকূলে গিয়ে খেলা এবং সেখানকার সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করা, এটা একেবারেই অন্যরকম ছিল। গত দুই মাস একজন খেলোয়াড় এবং একজন ব্যক্তি হিসাবেও বড় হয়েছি, এই সুযোগ পাওয়াটা কম কিছুর ছিল না। আমরা যেভাবে সিরিজ শেষ করতে চেয়েছিলাম সেটা হয়তো করতে পারিনি। তবে আমরা ফিরে আসব, আমরা আরও কঠিন এবং শক্তিশালী হয়ে ফিরে আসব।’
আরও পড়ুন… গাভাসকর-মঞ্জরেকরের পথে গিয়েই কি গম্ভীরের সমালোচনা করেছেন? আকাশ চোপড়াকে জবাব দিলেন মনোজ তিওয়ারি
দেশে ফিরে দারুণ এক অভ্যর্থনা পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি-
ভারত জাতীয় ক্রিকেট দলের তরুণ সেনসেশন নীতীশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফি ২০২৪-২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের পরে দেশে ফিরে এসেছেন। দেশে ফেরার পরে বিশাখাপত্তনম বিমানবন্দরে একটি হৃদয়গ্রাহী স্বাগত পেয়েছেন নীতীশ।
বর্ডার গাভাসকর ট্রফি ২০২৪-২৫-তে কেমন পারফরমেন্স করছিলেন নীতীশ কুমার রেড্ডি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২১ বছর বয়সি এই তরুণ। অলরাউন্ডার ৩৭.২৫ এর শালীন গড়ে ২৯৮ রান সংগ্রহ করেছেন। আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ টেস্টে ডানহাতি ব্যাটসম্যানও ১১৪ রান করেছিলেন।