পার্থে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে সেঞ্চুরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন বিরাট কোহলি। তাঁর সেঞ্চুরির সুবাদে এই ম্যাচে ভারত বড় নিয়েছিল এবং শেষ পর্যন্ত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় এটি ছিল তার দশম আন্তর্জাতিক সেঞ্চুরি। অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি সেঞ্চুরি করা বিদেশি ব্যাটসম্যান হয়েছেন বিরাট কোহলি। নিজের দেশের সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। এখন তার লক্ষ্য ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক একটি রেকর্ড।
ইংল্যান্ডে আলোড়ন সৃষ্টি করেছিলেন ব্র্যাডম্যান
বিরাট কোহলি যদি এই বর্ডার-গাভাসকর সিরিজের বাকি চারটি টেস্টে আরেকটি সেঞ্চুরি করেন, তাহলে তিনি সেই জায়গায় পৌঁছে যাবেন যা ৭৬ বছর ধরে শুধুমাত্র ডন ব্র্যাডম্যানের দখলে রয়েছে। আসলে ক্রিকেটের কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ১৯৩০ থেকে ১৯৪৮ সালের মধ্যে ইংল্যান্ডে ১১টি সেঞ্চুরি করেছিলেন।
আরও পড়ুন… ভিডিয়ো: বিমানবন্দরে আটকে পড়লেন যশস্বী! অ্যাডিলেডে আসার আগে টিম ইন্ডিয়ার সঙ্গে কী ঘটল?
তিনিই একমাত্র ক্রিকেটার যিনি প্রতিপক্ষ দলের একটি দেশে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। কেরিয়ারে ব্রিটিশদের মাটিতে খেলা ১৯টি ম্যাচের ৩০টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন এই অভিজ্ঞ। এতে তার গড় ছিল ১০২.৮৪। ব্র্যাডম্যানের সর্বোচ্চ স্কোর ছিল ৩৩৪। এই সময়ে ইংল্যান্ডে তিনটি হাফ সেঞ্চুরিও করেছিলেন তিনি।
আরও পড়ুন… ভিডিয়ো: পিঙ্ক বল টেস্টের আগে নেটে চার-ছক্কায় ডিল করছেন, সামনে এল ট্র্যাভিস হেডের অনুশীলনের ছবি
সচিন তেন্ডুলকর ও সুনীল গাভাসকরের চেয়ে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি
বিরাট কোহলির কথা বলতে গেলে, তিনি ২০১১ সাল থেকে অস্ট্রেলিয়ায় ৪৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ১০টি সেঞ্চুরি করেছেন। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন জ্যাক হবস (অস্ট্রেলিয়ায় ৯টি সেঞ্চুরি) এবং সচিন তেন্ডুলকর (শ্রীলঙ্কায় ৯টি সেঞ্চুরি)। ওয়েস্ট ইন্ডিজে ৭টি সেঞ্চুরি সহ, স্যার ভিভিয়ান রিচার্ডসকে পিছনে ফেলে পঞ্চম স্থানে রয়েছেন সুনীল গাভাসকর। ইংল্যান্ডে ৮টি সেঞ্চুরি করেছেন ভিভিয়ান রিচার্ডস।
আরও পড়ুন… বল গড়ানোর আগেই অ্যাডিলেডে ফিরল ৩৬ রানে অলআউটের স্মৃতি- আবার কি এমন হবে? জবাব দিলেন অ্যালেক্স ক্যারি
কোহলির অ্যাকাউন্টে রয়েছে ২৭১০ রান
অস্ট্রেলিয়ায় এই ১০টি সেঞ্চুরির মধ্যে কোহলির সেরা ইনিংসটি ভারতের ২০১৪-১৫ সফরে মেলবোর্ন টেস্টে এসেছিল। যখন তিনি ১৬৯ রান করেছিলেন। অস্ট্রেলিয়ার সব ফর্ম্যাটে ৪৩ ম্যাচে তার রানের সংখ্যা ২৭১০। ৫৪.২০ গড়ে রান করেছিলেন বিরাট কোহলি। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টটি ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে গোলাপি বলে খেলা হবে। পার্থে প্রথম টেস্ট ম্যাচ ২৯৫ রানে জিতেছে ভারত। সিরিজে ইতিমধ্যে ১-০ তে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এখন দেখার অ্য়াডিলেডে বিরাট কোহলি ডন ব্র্যাডম্য়ানকে ছুঁতে পারেন কিনা।