টিম ইন্ডিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি এমন একজন খেলোয়াড় যিনি মাঠে প্রচুর আগ্রাসন দেখান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের সময় তেমনই কিছু দৃশ্য দেখা গেল। এই ম্যাচটি খেলার সময় ভারতের পরিস্থিতি সংকটজনক বলে মনে করা হচ্ছে। তবে এই ম্যাচের সময়ে মাঠে বিরাট কোহলি ফ্যাক্টর দেখা গিয়েছে। মাঠের ভিতর তাঁর শক্তি দেখা গিয়েছে।
বিরাট যখন অধিনায়ক ছিলেন, তার অধিনায়কত্বে ভারত টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করেছিল। যাইহোক, যদিও তিনি আর অধিনায়ক নন, তবুও তাঁকে কঠিন পরিস্থিতিতে দলের অধিনায়কত্ব করতে দেখা যায় এবং চলতি বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচেও তেমন কিছু দেখা গিয়েছে। এই ম্যাচে বিরাট কোহলিকে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করতে দেখা গেছে এবং বিরাট কোহলিতে তাঁর সতীর্থ রোহিত শর্মাকে সাহায্য করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন… ACC U19 Asia Cup 2024: পাকিস্তানকে হারিয়ে ফের ফাইনালে উঠল বাংলাদেশ, এবার সামনে ভারত
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি!
আসলে, ভারত যখন প্রথম উইকেট নেয়, তখন টিম ইন্ডিয়ার হয়ে ফিল্ডিং সেট করতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। রোহিত এই ম্যাচে অধিনায়ক হিসাবে ফিরেছিলেন কিন্তু কোহলি এই ম্যাচে ফিল্ডিং সেট করেছিলেন এবং বোলারদের নির্দেশও দিয়েছিলেন। প্রথম ম্যাচেও একই ছবি দেখা গিয়েছিল, যখন জসপ্রীত বুমরাহকে ভারতের অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। সেই সময়েও বিরাট কোহলি বারবার সামনে এসে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন।
আরও পড়ুন… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের
এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বিরাট কোহলির ফিল্ডিংয়ের একটি ভিডিয়ো। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে কোহলি এবং রোহিত নিজেদের মধ্যে কথা বলছেন এবং তারপর বিরাট ফিল্ডিং সেট করেছেন এবং তাঁকে অধিনায়কত্ব করতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে এই ভিডিয়োটি সামনে আসার পর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: পয়সার জন্য বাবাকে কাঁদতে দেখেছি- জীবনের কঠিন লড়াইয়ের গল্প শোনালেন নীতীশ রেড্ডি
নেটিজেনরা বলছেন যে বিরাট কোহলি এখন রোহিত শর্মার জায়গায় অধিনায়কত্ব করছেন। তাই কিছু ভক্ত এটাকে রসিকতা হিসেবে নিচ্ছেন। যদিও অতীতেও কোহলিকে অধিনায়কত্বে সাহায্য করতে দেখা গেছে। ছবিটা এই প্রথম নয় যে বিরাটকে এভাবে ফিল্ডিং সেট করছেন। এর আগেও তিি এমন কাজ করে ছিলেন। আসলে বিরাট কোহলি যখনই দলের সঙ্গে থাকেন, তখন দলের জন্য নিজের সেরাটা দিয়ে থাকেন। সে ব্যাট হোক কিমবা ফিল্ডিং, এছাড়াও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের সাহায্যে বারবার এগিয়ে এসেছেন তিনি। এবারও সেই ছবি দেখা গেল। বর্তমানে চাপে রয়েছে টিম ইন্ডিয়া, তবে যে ভাবে কোহলি ও রোহিত কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে আবারও বাউন্স ব্যাক করবে ভারত।