বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে টিম অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১৩ জনের স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক। আসলে ভারতের বিরুদ্ধে পার্থ টেস্টে ওপেন করতে নামতে পারেন ন্যাথন ম্যাকসুইনি। এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতীয় এ-দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাট করেছেন ন্যাথন ম্যাকসুইনি।
কী নিয়ে সমালোচন করেছেন প্রাক্তন অজি তারকা মাইকেল হাসি-
ঘরোয়া লাল বলের ক্রিকেটে ম্যাকসুইনির সাম্প্রতিক পারফর্ম্যান্সই তাঁকে টেস্ট স্কোয়াডের ওপেনার হিসেবে দাবিদাবি করে তুলেছে। শেষ পর্যন্ত সেই সম্ভাবনায় সিলমোহর দিয়েছেন অজি নির্বাচকরা। এবার ন্যাথন ম্যাকসুইনির ওপেন করা নিয়ে সমালোচন করেছেন প্রাক্তন অজি তারকা মাইকেল হাসি।
কী বললেন মাইকেল হাসি-
পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন ফক্স ক্রিকেটে একটি মন্তব্য করেন প্রাক্তন অজি তারকা মাইকেল হাসি। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি, তাঁকে ভারতের বিরুদ্ধে একটি বিশাল সিরিজে ওপেনার ব্যাটার হিসেবে নামানোটা কঠিন সিদ্ধান্ত হতে পারে। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ তাও আবার ওপেনার হিসাবে, এটা খুব কঠিন হতে চলেছে।’
সাইমন ক্যাটিচ এবং শেন ওয়াটসনের উদাহরণ টানলেন কেন?
মাইকেল হাসি জোর দিয়ে বলেছিলেন যে সাইমন ক্যাটিচ এবং শেন ওয়াটসনের মতো অতীতের অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা মিডল অর্ডারে সফল হওয়ার পর থেকে ওপেনিংয়ে স্থানান্তরিত হয়েছিলেন। মাইক হাসি বলেন সাইমন ক্যাটিচ এবং শেন ওয়াটসনরা অসংখ্য টেস্ট ম্যাচ খেলার পরে ওপেন করেছিলেন।
সাইমন ক্যাটিচ এবং শেন ওয়াটসনদের নিয়ে কী বললেন?
মাইক হাসি বলেন, ‘এটা মোটেও সহজ নয়। আমি জানি লোকে বলবে সাইমন ক্যাটিচ এবং শেন ওয়াটসন অতীতে এটা করেছে। তারা মিডল অর্ডার থেকে টপ অর্ডারে এসেছিল। কিন্তু তারা মিডল অর্ডার থেকে ওপেনে এগিয়ে যাওয়ার আগে ২০-৩০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন।’
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি কী বলেছেন?
ন্যাথন ম্যাকসুইনির ওপেন করা নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন যে, ন্যাথন ম্যাকসুইনি ওপেন না করলেও বহুবার ১০ ওভারের আগে নেমেছেন ও ইনিংস সামনেছেন। ফলে এই জায়গায় খেলতে ন্যাথন ম্যাকসুইনির কোনও অসুবিধা হবে না। আসলে ন্যাথন ম্যাকসুইনি দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করেন।
ম্যাকসুইনিকে বিশেষজ্ঞ ওপেনার মার্কাস হ্যারিসের থেকেও বেশি গুরুত্ব দিয়ে প্রথম টেস্টের স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হয়। হ্যারিসের জায়গা হয়নি অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে। সুতরাং, উসমান খোয়াজার সঙ্গী হিসেবে এবার ভারতের বিরুদ্ধে দেখা যাবে আনকোরা ক্রিকেটারকে। উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ খেলা হবে ওয়াকায়।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (ক্যাপ্টেন), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জোশ হেজেলউড, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, মিচেল মার্শ, ন্যাথন ম্যাকসুইনি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।