বিগত দিনেও ভারতীয় ক্রিকেট ভক্তরা মাঠে 'পুষ্পা সেলিব্রেশন' দেখেছেন। তবে তা করতে দেখা যেত অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নরকে। তবে এবার সেই অস্ট্রেলিয়ার মাঠে এবার এক ভারতীয় ক্রিকেটার দেখালেন 'পুষ্পা সেলিব্রেশন'। বর্ডার-গাভসকর ট্রফির চতুর্থ টেস্টের তৃতীয় দিনে জীবনের প্রথম টেস্ট অর্ধশতরানে পৌঁছলেন নীতীশ কুমার রেড্ডি। আর তারপরই 'পুষ্পা' সিনেমায় আল্লু অর্জুনের চরিত্রের মতো করে দাড়িতে হাত বোলানোর অঙ্গভঙ্গি করেন নীতীশ। তবে সিনেমার চরিত্রের মতো সেই অঙ্গভঙ্গি করতে ডান হাত নয়, বরং ব্যবহার করেন ব্যাটের। আর তা দেখে কমেন্ট্রিতে থাকা সুনীল গাভাসকরও বলে ওঠেন - 'পুষ্পা'। (আরও পড়ুন: 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড', পিচে গড়িয়ে পড়ে আউট পন্ত, দলকেও ফেলে গেলেন খাদে?)
উল্লেখ্য, গত কয়েকদিনে 'পুষ্পা ২' সিনেমা নিয়ে অনেক বিতর্ক হয়েছে ভারতে। সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। সেই মামলায় আল্লু অর্জুনকে গ্রেফতারও করা হয়। তা নিয়ে তেলাঙ্গানার রাজনীতিতে ঝড় উঠেছে। এআইএমআইএম এবং কংগ্রেস আল্লু অর্জুনকে তোপ দেগে চলেছে। কংগ্রেস কর্মীর বিরুদ্ধে আল্লু অর্জুনের বাড়িতে হামলার অভিযোগও উঠেছে। এদিকে বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেসের হয়ে প্রচার না করার জেরেই আল্লু অর্জুনকে নিশানা করছে কংগ্রেস। আর এই সব বিতর্কের মাঝেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে পুষ্পা ২। তেলুগু সিনেমা হলেও হিন্দি ডাবিংয়ে ৭০০ কোটি টাকার ওপর আয় করেছে পুষ্পা ২। আর এই সবের মাঝেই ক্রিকেট মাঠে পুষ্পা উন্মাদনার আঁচ লাগল আজ।
এই সিরিজে মোটের ওপর ভালো খেলেছেন নীতীশ রেড্ডি। ব্যাটিং অর্ডারে নীচের দিকে নেমে দলের হয়ে যথাযথ সম্ভব লড়াই করেছেন প্রতি ম্যাচেই। এর আগে দু'টো ইনিংসে তিনি ৪০ পার করলেও অর্ধশত রানের মাইলফলক ছুঁতে পারেননি। তবে আজ নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশত রান করেন নীতীশ। তুলনামূলক কম ঝুঁকি নিয়েই কামিন্স, স্টার্কদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন রেড্ডি। এহেন রেড্ডি আজ অর্ধশত রানের গণ্ডি পার করতেই সাজঘরে সতীর্থদের দিকে ঘুরে 'পুষ্পা সেলিব্রেশনে' মাতেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৪ বলে ৬২ রানে অপরাজিত আছেন রেড্ডি। মেরেছেন ১টা ছক্কা এবং ৪টি বাউন্ডারি। তাঁর স্ট্রাইকরেট ৬৬। শর্ট বল ছেড়ে দিয়ে ‘বাজে বলের’ অপেক্ষায় থাকছেন রেড্ডি। তাঁর এবং ওয়াশিংটন সুন্দরের জুটি ভারতকে ফলো অনের গণ্ডি পার করতে সাহায্য করেছে। এই আবহে ম্যাচে কিছুটা হলেও ফের ফেরার একটা ক্ষীণ স্বপ্ন জেগে উঠেছে রোহিতদের সামনে।