এ যেন বড়দিন উপলক্ষে অস্ট্রেলিয়ার দলকে উইকেট উপহার দেওয়ার প্রতিযোগিতা চলছে ভারতীয়দের মধ্যে। টেস্ট ম্যাচে ভারত যখন প্রথম থেকেই চাপে, সেখানে কিছুটা ভরসার জোগান দিতে শুরু করেছিলেন ঋষভ পন্ত এবং রবীন্দ্র জাদেজার জুটি। তবে সেই ভরসাও ক্ষণস্থায়ী হল মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। শীতের ভোরে যে ভারতীয়রা টিভি বা মোবাইল স্ক্রিনে পন্তের জন্যে চোখ রেখেছিলেন, তাঁরা হতাশ হলেন। এবং সেই হতাশা যেন সুনীল গাভসকরের কণ্ঠস্বর হয়ে প্রকাশ্যে চলে এল। আজ পন্তের ব্যাটিংয়ের সময় এবিসি-র রেডিও কমেন্ট্রি দিচ্ছিলেন সুনীল গাভসকর। আর পন্ত আউট হতেই নিজের 'রাগ' চেপে রাখতে না পেরে সুনীল গাভসকর বলে ওঠেন, 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড'।
মোটের ওপর সহজেই রান আসছিল তাঁর ব্যাট থেকে। তবে স্কট বল্যান্ডের বলে ফাইন লেগ এলাকা দিয়ে উড়িয়ে শট মারার ইচ্ছে জেগেছিল পন্তের মনে। সেই মতো ইনিংসের ৫৬তম ওভারের তৃতীয় বলে ব্যাটও ঘোরান ঋষভ। তবে ব্যাটে বলে সেবারে সংযোগ হয়নি। এর জেরে পন্তের পেটে গিয়ে লাগে বল। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরের বল, প্রায় একই কায়দায় শট মারার চেষ্টা। এবার অবশ্যে ব্যাটে বলে সংযোগ হল। তবে ঋষভের ব্যাটের কানায় লেগে বল ফাইন লেগের জায়গায় গেল থার্ড ম্যানের হাতে। আর তারপরই ঋষভের ওপরে চটলেন গাভসকর। উল্লেখ্য, ঋষভ পন্ত ৩৭ বলে ২৮ রান করেন। তিনি যখন আউট হন, তখন ভারতের স্কোর ১৯১ রানে ৬ উইকেট। পন্তের এহেন শট দেখে ক্রিকেটপ্রেমীরা অভ্যস্ত। তবে যেখানে দল ফলো অনের সীমা পার করেনি। আর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে গিয়েছে, সেখানে এই ধরনের শট নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। এমনিতেও এই শটের জেরে বল থার্ড ম্যানে গিয়েছিল। তবে তা বল ব্যাটের কাণায় লাগার জেরে। তবে যদি ঋষভ যেখানে মারতে চাইতেন, সেখানেও বল যেত, সেখানে বাউন্ডারিতে দাঁড়িয়ে ২ ফিল্ডার। তাই এই ঝুঁকি সেই সময় নেওয়ার কোনও অর্থ হয় কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। ঋষভ আউট হওয়ার পর জাদেজাও দ্রুত ফিরে যান। এরপর নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর খেলা সামলে নিয়েছেন। তাই পন্ত ওভাবে আউট না হলে খেলার মোড় কোন দিকে যেত, তা বলা কঠিন।
এই আবহে কমেন্ট্রিতে গাভসকর বলতে থাকেন, 'ওখানে দু'জন ফিল্ডার আছে, তাও তোমাকে সেই জায়গাতেই শট খেলতে হবে। এর আগের বলই এই শট খেলতে গিয়ে বিফল হয়েছো। আর এই বলে কোথায় তোমার ক্যাচ ধরা হল, দেখো! এটা শুধু শুধু উইকেট ছুঁড়ে দিয়ে আসা। তুমি বলতে পারো না যে এটা তোমার ন্যাচারাল গেম। আমি দুঃখিত, কিন্তু এটা তোমার স্বাভাবিক খেলার ধরন নয়। এটা একটা স্টুপিড শট। তুমি তোমার দলকে আশাহত করেছ। তোমাকে খেলার সময় পরিস্থিতিটা বুঝতে হবে। ওঁর ভারতীয় ড্রেসিংরুমে যাওয়া উচিত নয়, ওঁর অন্য ড্রেসিং রুমের দিকে যাওয়া উচিত।' এদিকে সেই সময় ফক্স ক্রিকেটে কমেন্ট্রি করা মার্ক হাওয়ার্ড বলেন, 'হতাশ ঋষভ পন্ত মাটিতে পড়ে গিয়ে নিজের আউট দেখছে।' এদিকে অ্যালিসা হিলি বলেন, 'লেগসাইডে যখন দু'জন ফিল্ডার বাউন্ডারিতে দাঁড়িয়ে, তখন এমনিতেই এই শটটা খুব ঝুঁকিপূর্ণ।'