অভিষেকে নেমেই ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন বছর ১৯-এর স্যাম কনস্টাস। তবে বিরাট কোহলি তাঁর সঙ্গেই ধাক্কা খেয়ে বিতর্কের জন্ম দিলেন। অভিযোগ করা হচ্ছে, বিরাট ইচ্ছাকৃত ভাবেই তরুণ ব্যাটারকে ধাক্কা দিয়েছিলেন। এহেন পরিস্থিতিতে ভারতীয় কিংবদন্তিকে নিয়ে সমালোচনা শুরু করলেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। রিকি পন্টিং থেকে শুরু করে মাইকেল ভনরা তো দাবি তুলেছেন যাতে কোহলির বিরুদ্ধে আইসিসি ম্যাচ রেফারি পদক্ষেপ করেন। রিকি পন্টিং কমেন্ট্রিতে দাবি করেন, বিরাট ইচ্ছে করে এই ধাক্কা মেরেছেন। তিনি বলেন, 'দেখুন বিরাট কোহলি কোথা দিয়ে হাঁটছে। পুরো সময় ও ডানদিক দিয়ে হেঁটে গেল এই সংঘর্ষ বাঁধানোর জন্যে। আমার মনে এই নিয়ে কোনও সন্দেহ নেই।' (আরও পড়ুন: 'মাঠে যা হল...', ৩৬-এর কোহলির 'ধাক্কা খেয়ে' কী বলছেন বছর ১৯-এর কনস্টাস?)
উল্লেখ্য, আজ সকালে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসের দশম ওভারের পর খেলোয়াড়রা পিচ ক্রস করছিলেন। সেই সময় এই ধাক্কার ঘটনা ঘটে। মহম্মদ সিরাজের শেষ বলে সিঙ্গেল নেওয়ার পর গ্লাভস খুলে অন্য প্রান্তে ব্যাটিং পার্টনার উসমান খোয়াজার দিকে হাঁটতে শুরু করেন কনস্টাস। কোহলি বল কুড়িয়ে নিয়ে কনস্টাসের দিকে এগিয়ে যান। অস্ট্রেলিয়ান ওপেনার দিক বদলাননি, ভারতীয় কিংবদন্তিও একই লাইনে হেঁটে যান। এরপর দু'জনের ধাক্কা লাগে। কোহলি তখন ঘুরে দাঁড়িয়ে কনস্টাসের উদ্দেশে কিছু বাক্যবাণ ছুঁড়ে দেন। এরপর উসমান খোয়াজা এসে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। অন ফিল্ড আম্পায়াররাও কথা বলেন কোহলি এবং কনস্টাসের সঙ্গে।
এই ঘটনা প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ম্যাচ রেফারি নিশ্চয়ই বিষয়টি দেখবেন। এই ঘটনা নিয়ে কোহলি 'গর্ব করে পিছনে ফিরে তাকাবেন না' বলেও ধারাভাষ্যের সময় মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, 'কনস্টাস তাঁর নিজের পথেই যাচ্ছিল। বিরাটকে দেখুন। তিনি দিক পরিবর্তন করেছেন। বিরাট সর্বকালের সেরা। তিনি অনেক অভিজ্ঞ। তিনি পরে পিছন ফিরে তাকাবেন এবং বলবেন, আমি কেন এটা করলাম? ম্যাচ রেফারি নিশ্চয় বিষয়টি দেখবেন।'
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বকনিষ্ঠ অভিষেককারী খেলোয়াড় কনস্টাস। প্রথম তিন ম্যাচে খেলা নাথান ম্যাকসুইনির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। আজ কনস্টাস ৬৫ বলে ৬০ রান করেন। তার মধ্যে আবার ২টি ছক্কা আছে। ম্যাচের ষষ্ঠ ওভারে বুমরাহকে তিনি ১৪ রান মারেন। এরপর ম্যাচের একাদশ ওভারে কনস্টাসের সামনে বুমরাহ ১৮ রান দেন। তাঁর টেস্ট ক্যারিয়ারে এক ওভারে এটাই সর্বোচ্চ খরচ। কনস্টাস নিজের ২টি ছক্কার ২টিই মেরেছেন বুমরাহকেই। এরই মাঝে আবার মাঠে কোহলির সঙ্গে ধাক্কা লাগার ঘটনা নিয়ে তিনি চর্চায়।