৯০ মিনিট ধরে একটানা নেটে গা ঘামালেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। আসলে গত কয়েকদিন ধরে ফর্মে নেই স্টিভ স্মিথ, ব্যাট হাতে সেভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতেও একই ছবি দেখা গিয়েছে। ব্যাট হাতে ফ্লপ হয়েছেন, এবার নিজেকে ফর্মে ফেরাতে বিরাট কোহলির ফর্মুলাকে কাজে লাগাতে চান স্মিথ।
বিরাটকে কি নেটেতে কপি করতে চাইলেন স্মিথ-
আসলে বিরাট কোহলি যখন ফর্মে ছিলেন না তখন তিনি নেটে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছিলেন, নিজেকে ফর্মে ফেরাতে অনুশীলনকেই হাতিয়ার করেছিলেন তিনি। তার ফলও তিনি পার্থে পেয়েছিলেন, ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন তিনি। এবার বিরাট কোহলির মতোই নেটে দীর্ঘক্ষণ কাটিয়ে ম্যাচেতে রানে ফিরতে মরিয়া স্টিভ স্মিথ।
আরও পড়ুন… Mohammed Shami New Diet: পছন্দের বিরিয়ানি বন্ধ, ওজন কমাতে লাঞ্চও খাচ্ছেন না মহম্মদ শামি
৯০ মিনিট নেটে স্টিভ স্মিথ-
সেই কারণেই তো অ্যাডিলেডে অনুষ্ঠিত পিঙ্ক বল টেস্টের আগে নেটে দীর্ঘক্ষণ সময় কাটালেন স্টিভ স্মিথ। নেটে ব্যাট করার সময়ে কোনও বিরতি নেননি তিনি। টানা ৯০ মিনিট ধরে অনুশীলন করেন স্টিভ স্মিথ। অজি ব্যাটারের এই সাধনা দেখে সকলেই অবাক হয়েছেন।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন… Viral Video: চারশো টাকার বিনিময়ে টেনিস বলে খেলাতেন- ছোটবেলার নির্বাচককে ধন্যবাদ জানালেন হার্দিক
নিজের ভুল খুঁজতেই এমন অনুশীলন-
আসলে বড় ক্রিকেটাররা এমনই হন, যখনই তারা ফর্ম হারান তখনই তারা নিজেদের ভুল খুঁজতে চান। নিজেদের ভুল খোঁজার জন্য তারা প্রত্যেকেই নেটে ফিরে যান। সেখানেই তারা দীর্ঘক্ষণ ধরে সময় কাটান এবং নিজেদের ভুল খোঁজার চেষ্টা করেন। তারা যখন নিজেদের ভুল না বুঝতে পারেন ততক্ষণ পর্যন্ত অুশীলন চালিয়ে যান। সেটাই দেখা গেল এদিন। পার্থ টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে অ্যাডিলেডে নামার আগে সেই ভুল শুধরেই মাঠে নামতে চান স্টিভ স্মিথ।
কোহলি-বুমরাহও নেটে দীর্ঘক্ষণ কাটিয়েছিলেন-
স্মিথের আগে একই রকম ছবি দেখেছিলেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহর ভক্তেরা। যখন প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতীয় দল পিঙ্ক বলের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল তখন সেই ম্য়াচে খেলতে নামেননি বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ। এর পরিবর্তে তারা নেটে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছিলেন। এই সময়ে নেটে বুমরাহর বিরুদ্ধে ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি।
দেখুন কোহলি-বুমরাহর অনুশীলনের সেই ভিডিয়ো-
আরও পড়ুন… PMXI vs IND ম্যাচ খেলার বদলে কোথায় গিয়েছিলেন কোহলি-বুমরাহ! সামনে এল দুই তারকার ভিডিয়ো
জমে উঠবে অ্যাডিলেডের লড়াই-
এই ছবি প্রমাণ করে দুই দলের কাছে আসন্ন অ্যাডিলেড টেস্ট কতটা গুরুত্ব। একদিকে এই সিরিজে লড়াইয়ে ফিরতে অ্যাডিলেড টেস্টকে পাখির চোখ করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ভারত এই ম্যাচ জিতে সিরিজে সমতা বাড়িয়ে নেওয়ার পাশাপাশি অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে প্রথমবার জিততে চাইবে। এখন দেখার শেষ বাজি জিতবে কারা।