বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট ম্যাচে রোহিত শর্মার না খেলা নিয়ে চরমে উঠেছিল জল্পনা। দলের মধ্যে 'বিভাজনের' তথাকথিত রিপোর্ট সামনে আসছিল। এদিকে রোহিত শর্মা স্টেডিয়ামে থাকলেও ভারতের ১৬ জনের 'স্কোয়াড শিটে' নাম ছিল না তাঁর। এই নিয়ে চর্চা আরও জোরালো হয়েছিল। তবে তিনি যে 'লিডার', তা আজ সকালে প্রমাণ করেন রোহিত শর্মা। সব বিতর্কে জল ঢালেন তিনি। এরই সঙ্গে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আজ সাক্ষাৎকার দিলেন স্টার স্পোর্টসকে। এর আগে অবশ্য প্রথম সেশনে জলপানের বিরতির সময় মাঠে নেমে বুমরাহ এবং গোটা দলের সঙ্গে হার্ডেলে যোগ দেন রোহিত। এই আবহে সাক্ষাৎকারে রোহিত স্পষ্ট ভাষায় বলেন, 'এই অস্ট্রেলিয়ান দর্শকদের নীরব করাতে হবে।' এর জন্যে তিনি নিজেও 'বসতে' রাজি বলে বুঝিয়ে দেন। এরই সঙ্গে স্যাম কনস্টাসকে নিয়ে চলমান বিতর্ক নিয়ে আজ মুখ খোলেন রোহিত শর্মা। (আরও পড়ুন: 'না ড্রপ হয়েছি, না অপ্ট আউট করেছি...', পন্টিং-বুমরাহদের 'ভুল প্রমাণ' করলেন রোহিত)
আরও পড়ুন: ম্যাচের মাঝে চোট আতঙ্কে ভারত! স্টেডিয়াম ছেড়ে হাসপাতালের পথে জসপ্রীত বুমরাহ?
উল্লেখ্য, সিডনি টেস্টের প্রথম দিনে জসপ্রীত বুমরাহর সঙ্গে ঝামেলায় জড়ান স্যাম কনস্টাস। অজি ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলের পরে উসমান খোয়াজা বুমরাহকে রান-আপেই থামিয়ে দেন। তিনি বাড়তি সময় নিচ্ছিলেন, যাতে তাঁদের দিনের শেষে আরও এক ওভার ব্যাট করতে না হয়। খোয়াজার আচরণে বিরক্তি প্রকাশ করেন বুমরাহ। সেই সময় নন-স্ট্রাইকার ব্যাটার স্যাম কনস্টাস নিজে থেকে বুমরাহর দিকে এগিয়ে গিয়ে তর্কে জড়ান। বুমরাহ এগিয়ে যান কনস্টাসের দিকে। শেষে আম্পায়ার বুমরাহকে শান্ত করেন। সেই ওভার তথা দিনের শেষ বলে বুমরাহ আউট করেন উসমান খোয়াজাকে। খোয়াজাকে আউট করে বুমরাহ ঘুরে দাঁড়ান নন-স্ট্রাইকার ব্যাটার স্যাম কনস্টাসের দিকে। আর আজ এই বিতর্ক নিয়ে মুখ খোলেন রোহিত শর্মা।
এই নিয়ে আজ রোহিত শর্মা বলেন, 'আমাদের ছেলেরা শান্ত, এখন কেউ যদি অপ্রয়োজনীয় আঙুল তোলে (উঙ্গলি করে), আমরা শান্ত থাকব না। শুধু ক্রিকেট খেলুন, অবান্তর বাজে কথা (বোল বচ্চন) বন্ধ করুক।' এদিকে অজি সমর্থকদের একহাত নিয়ে রোহিত বলেন, 'এখানে ওদের (অস্ট্রেলিয়ার) দর্শকরা অনেক বেশি সরব। আমরা সবাই ওদের মুখ বন্ধ করতে চাই। আমাকে বলুন যে, এখানে এসে কারা পরপর দু'টো সিরিজ জিতেছে? হতে পারে এবার আমাদের সিরিজ জয়ের সুযোগ নেই। তবে সিরির ড্র করে ট্রফি নিজেদের কাছে রাখার সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের কাছে। আমরা না জিততে না পারলে ওদেরও জিততে দেব না। পরপর ৩ বার যদি (অস্ট্রেলিয়া সফরে) ফলাফল ইতিবাচক হয়, তাহালে এর থেকে ভালো আর কী বা হতে পারে।'