সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড থেকে ছেড়ে দিলেও আইপিএল ২০২৫-এর মেগা নিলামে আরসিবি আস্থা রাখে ভুবনেশ্বর কুমারের উপরে। টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসারকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকার মোটা অঙ্কে দলে নেয় বেঙ্গালুরু। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে ভুবি বুঝিয়ে চলেছেন, এখনও ফুরিয়ে যাননি তিনি।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর। টুর্নামেন্টের শুরু থেকেই কৃপণ ও কার্যকরী পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন তিনি। তবে বৃহস্পতিবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে অনবদ্য কৃতিত্ব অর্জন করেন ভুবি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করেন তিনি। ঝাড়খণ্ড ম্যাচ হারায় ব্যর্থ হয় কেকেআরের অনুকূল রায়ের ব্যাট হাতে দুরন্ত লড়াই।
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলির সি-গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে উত্তরপ্রদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করে। রিঙ্কু সিং দলের হয়ে সব থেকে বেশি ৪৫ রান করে সাজঘরে ফেরেন। তিনি নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। ২৮ বলের আগ্রাসী ইনিংসে রিঙ্কু ৬টি চার মারেন।
প্রিয়ম গর্গ করেন ২৫ বলে ৩১ রান। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৯ বলে ২৪ রান করেন সমীর রিজভি। তিনি ১টি ছক্কা মারেন। ৬ বলে ১৫ রান করেন শিবম মাভি। মারেন ২টি ছক্কা। নীতীশ রানা ২২ বলে ১৬ রানের ধীর ইনিংস খেলেন। তিনি ২টি ছক্কা মারেন। ভুবনেশ্বর ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ঝাড়খণ্ডের হয়ে অনুকূল রায় ৪ ওভারে ৩২ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
পালটা ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড ১৯.৫ ওভারে ১৫০ রানে অল-আউট হয়ে যায়। ১০ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে উত্তরপ্রেদেশ। অনুকূল রায় ৪৪ বলে ৯১ রানের মারকাটারি ইনিংস খেলেন। তিনি ৮টি চার ও ৭টি ছক্কা মারেন। এছাড়া ক্যাপ্টেন বিরাট সিং ২৭ বলে ২৩ রান করেন। মারেন ২টি চার।
দুরন্ত হ্যাটট্রিক ভুবনেশ্বর কুমারের
ইশান কিষান ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ৮ রান করে আউট হন। ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১১ রান করেন রবিন মিঞ্জ। ভুবনেশ্বর ৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। তিনি ১৭তম ওভারের প্রথম তিনটি বলে (১৬.১, ১৬.২ ও ১৬.৩ ওভারে) পরপর সাজঘরে ফেরান রবিন মিঞ্জ, বালকৃষ্ণ ও বিবেকানন্দ তিওয়ারিকে। সেই সুবাদে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন ভুবি।
নীতীশ রানা ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ভুবনেশ্বর। এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নক-আউটের টিকিট নিশ্চিত করে উত্তরপ্রদেশ।