পুরুষদের টি-টোয়েন্টিতে ICC ক্রিকেটার অব দ্য ইয়ার ২০২৪ হলেন আর্শদীপ সিং। ২০০২৪ সালে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন আর্শদীপ সিং। ২০২৪ সালের জুনে ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় ভারতীয় ক্রিকেটাররা। এই সময়ে দারুণ পারফর্ম করেন আর্শদীপ সিং। এরপর থেকেই তিনি নিজেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পাওয়ারপ্লে ও ডেথ ওভারের বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
২৫ বছর বয়সি এই বাঁহাতি পেসার অনেকদিন ধরেই প্রতিভাবান হিসেবে বিবেচিত হচ্ছিলেন, এবং ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ভারতীয় দল তার উপর ভরসা রেখেছে। ২০২৪ সাল ছিল আর্শদীপের ক্যারিয়ারের অন্যতম সেরা বছর, যেখানে তিনি নতুন বলে প্রচুর উইকেট শিকার করেছেন এবং ডেথ ওভারে ধারাবাহিকভাবে কৃপণ বোলিং করেছেন, বিভিন্ন কন্ডিশনে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।
আরও পড়ুন… IND vs ENG T20I: চোট পেলেন ফর্মে থাকা অলরাউন্ডার, ভারতীয় দলে আসছেন শিবম দুবে
২০২৪ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আর্শদীপ সিংয়ের রেকর্ড:
১৮ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেছিলেন আর্শদীপ সিং। ২০২৪ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন আর্শদীপ সিং, যেখানে তিনি মাত্র ১৮ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেছিলেন।
বিশ্বকাপজয়ের পথে ভারতীয় দলের অন্যতম স্তম্ভ ছিলেন আর্শদীপ সিং। এবং তিনি টুর্নামেন্ট জয়ের পর ভারত যখন টি-টোয়েন্টি দলের নতুন যুগ গঠন করেন। এই সময়ে আর্শদীপই দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন।
বিশ্বব্যাপী মাত্র চারজন বোলার ২০২৪ সালে টি-টোয়েন্টিতে আর্শদীপের চেয়ে বেশি উইকেট নিয়েছেন। তাঁরা হলেন সৌদি আরবের উসমান নাজীব (৩৮), শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৮), সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক (৪০) এবং হংকংয়ের এহসান খান (৪৬)। তবে এরা প্রত্যেকেই আর্শদীপের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। এই চারজনের মধ্যে হাসারাঙ্গাই কেবল পূর্ণ সদস্য দেশের হয়ে খেলেছেন।
আরও পড়ুন… WPL 2025 শুরুর আগেই বড় ধাক্কা খেল RCB! হঠাৎ নাম প্রত্যাহার করলেন সোফি ডিভাইন
আর্শদীপ সিংয়ের গড় ও ইকোনমি রেট কেমন ছিল-
গড়: ১৫.৩১
ইকোনমি রেট: ৭.৪৯
স্ট্রাইক রেট: ১০.৮০
আর্শদীপ সিং বিশেষ করে পাওয়ারপ্লে ও ডেথ ওভারে বল করতেন, তবুও তার ইকোনমি রেট ছিল মাত্র ৭.৪৯। ধারাবাহিকভাবে উইকেট নেওয়ার ক্ষমতা ছিল তার অন্যতম প্রধান শক্তি।
বিশেষ পারফরম্যান্স
২০২৪ সালে আর্শদীপ সিং বেশ কয়েকটি অসাধারণ পারফরম্যান্স করে ছিলেন। বিশেষ করে নিউ ইয়র্কে বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪/৯ রেকর্ড গড়া বোলিং। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স ছিল বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যেখানে তিনি ভারতের ১৭৬ রানের লক্ষ্য রক্ষা করতে বড় ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন… ICC Women's T20I Team of 2024: স্মৃতি সহ দলে জায়গা পেলেন তিন ভারতীয়, রয়েছেন বাংলার রিচা
ভারতের পেস ত্রয়ী জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়ার সঙ্গে আর্শদীপ সিং মিলে ফাইনালে অসাধারণ বোলিং করেন এবং তিনি নিজের ৪ ওভারে ২/২০ বোলিং করেন, এটি ছিল দলের জয়ের অন্যতম চাবিকাঠি। পাওয়ারপ্লেতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামকে আউট করেন আর্শদীপ সিং। এরপর ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কুইন্টন ডি কককে আউট করে ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
ফাইনালের শেষ দিকে যখন দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১২ বলে ২০ রান, তখন আর্শদীপ দারুণ এক ওভার করে মাত্র ৪ রান দেন। এরপর শেষ ওভারে হার্দিক পান্ডিয়া ১৬ রান ডিফেন্ড করে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। ২০২৪ সালে আর্শদীপ সিংয়ের এই সব অনবদ্য পারফরম্যান্সই তাকে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার ২০২৪ সম্মানে ভূষিত করেছে।