রবিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্স বনাম দুর্বার রাজশাহীর ম্যাচ। দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের বকেয়া টাকা পরিশোধ না করার কারণে রংপুর রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে কোও বিদেশি ক্রিকেটার খেলতে চাননি। টসের সময় টিভি ভাষ্যকার ড্যানি মরিসন যখন অধিনায়ক তাসকিন আহমেদের কাছে একাদশে পরিবর্তন সম্পর্কে জানতে চান, তখন তিনি নিশ্চিত করেন যে দলে কোনও বিদেশি খেলোয়াড় নেই।
তাসকিন আহমেদ বলেন, ‘আমাদের দলে কিছু পরিবর্তন আছে। চার-পাঁচটা। আজ কোনও বিদেশি খেলোয়াড় দলে নেই। সব স্থানীয় খেলোয়াড়রা খেলছেন।’
বিপিএলের নিয়ম ও বিশেষ অনুমোদন
বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতি ম্যাচে অন্তত দুইজন বিদেশি খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টসের কিছুক্ষণ পর এক বিবৃতিতে জানায় যে, বিশেষ অনুমোদন দিয়ে রাজশাহীকে শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।
বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘দুর্বার রাজশাহী দল... আজকের ম্যাচে বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে খেলার জন্য বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে বিশেষ অনুমতি চেয়েছিল। টেকনিক্যাল কমিটি সেই অনুরোধ পর্যালোচনা করে এবং বিপিএল ২০২৪-২৫-এর ম্যাচ খেলার শর্তাবলীর ধারা ১.২.৮ অনুযায়ী এই অনুমতি দিয়েছে।’
রাজশাহীর স্কোয়াডে থাকা বিদেশি খেলোয়াড়রা হলেন রায়ান বার্ল, মহম্মদ হ্যারিস, মার্ক ডেয়াল, মিগুয়েল কামিন্স, আফতাব আলম ও লাহিরু সামারাকুন।
আরও পড়ুন… ভিডিয়ো: অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক
বেতন বকেয়া ও বিতর্কিত পরিস্থিতি
ESPNcricinfo-এর তথ্য অনুযায়ী, রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের মাত্র এক-চতুর্থাংশ (২৫%) পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। যেখানে বিসিবির নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট চলাকালীন কমপক্ষে ৭৫% পরিশোধ করা বাধ্যতামূলক। এমনকি স্থানীয় খেলোয়াড়দেরও কোনও পারিশ্রমিক দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। এর ফলে কয়েক সপ্তাহ আগে চট্টগ্রামে তারা অনুশীলন বয়কট করেন এবং প্রতিবাদ জানিয়েছিলেন।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক রহমানও চট্টগ্রামের হোটেলে বিল পরিশোধ করতে না পারায় সমস্যায় পড়েন। টিভি রিপোর্টে দেখা যায়, তার হোটেল রুমের বাইরে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল এবং তিনি যে গাড়ি ব্যবহার করছিলেন তা জব্দ করা হয়। রবিবার সকালে রাজশাহী দল তাদের হোটেল পরিবর্তন করে ঢাকায় চলে যায়, তবে বিদেশি খেলোয়াড়রা আগের হোটেলেই থেকে যান।
রাজশাহীর পারফরম্যান্স ও বিদেশিদের ভূমিকা
গত ম্যাচে রংপুরকে প্রথমবারের মতো হারিয়েছিল রাজশাহী, যেখানে রায়ান বার্ল ছিলেন ম্যাচের সেরা। সেই ম্যাচে বার্ল ও হ্যারিস বিদেশি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। রায়ান বার্ল টুর্নামেন্টে রাজশাহীর ব্যাটিং ও বোলিং তালিকায় শীর্ষ তিনে ছিলেন, যা দেখিয়ে দেয় বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি দলকে কতটা দুর্বল করেছে।